ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ধর্মনিরপেক্ষতা জলাঞ্জলি

প্রকাশিত: ০৮:৩৩, ১১ ডিসেম্বর ২০১৯

ধর্মনিরপেক্ষতা জলাঞ্জলি

ভারতের লোকসভায় সোমবার গভীর রাতে বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধন বিল পাসের মাধ্যমে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডাকে শক্তিশালী করা হলো। বিলটিতে মুসলিম ব্যতীত অন্য ধর্মের লোকদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে। খবর নিউইয়র্ক টাইমস অনলাইনের। মোদির এই পদক্ষেপ ভারতের দীর্ঘ ধর্মনিরপেক্ষ নীতির বিপরীত। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে ভারত এই নীতি অনুসরণ করে আসছে। মধ্যরাতের ঠিক কয়েক মিনিট আগে ভারতের লোকসভায় বিলটি পাস হয়। বহু তর্ক-বিতর্কের পর বিলের পক্ষে ৩১১ ও বিপক্ষে ৮০ ভোট পড়ে। বিলটি এখন ভারতের উচ্চকক্ষ বা রাজ্যসভায় যাবে। বিশ্লেষকরা মনে করছেন উচ্চকক্ষেও এটি বিপুল সমর্থন পাবে। কারণ সেখানে মোদি ঘনিষ্ঠ লোকই বেশি। এই নাগরিকত্ব সংশোধন বিল পাসে ভারতের মুসলমান সম্প্রদায় গভীরভাবে আশাহত। তারা মনে করছে, ভারতে বসবাসরত ২০ কোটি মুসলমানকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে এই বিল ক্ষতাসীন দলের প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে ভারতের বহু মুসলিম উদ্বাস্তুতে পরিণত হবে। বিল পাসের আগে সংসদ কক্ষে উপস্থিত মুসলিম সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েসি এটিকে বিতর্কিত আখ্যা দিয়ে বিলের কপি ছিঁড়ে ফেলেন। বক্তব্যে তিনি বলেন, ভারত ক্রমেই একটি একচ্ছত্র ও ফ্যাঁসিবাদী দেশে পরিণত হচ্ছে। আমরা ভারতকে একটি ধর্মতাত্ত্বিক দেশে পরিণত করছি। চলতি বছর অসমে প্রথম নাগরিকপঞ্জি করা হয়। ওই পঞ্জিতে ৩ কোটি ৩০ লাখ মানুষের নাগরিকত্ব বজায় থাকে। তালিকা থেকে প্রায় ২০ লাখ মানুষ বাদ যায়। বাদ পড়াদের বেশির ভাগই মুসলিম। এদের পূর্বপুরুষরা দীর্ঘদিন থেকে ভারতে বাস করলেও তাদের নাগরিকত্ব দেয়া হয়নি। মোদি সরকার এখন ভারতের অন্য রাজ্যেও একই প্রক্রিয়া অনুসরণ করতে চাইছে। সোমবার পাস হওয়া এই নাগরিকত্ব বিলে মুসলিম ব্যতীত অন্যান্য ধর্মের লোকেরা এখন ভারতের নাগরিকত্ব চাইতে পারবে। নরেন্দ্র মোদি এবং তার সরকার ভারতকে হিন্দুরাষ্ট্র মনে করে। চলতি বছরের মে মাসে ভারতের সাধারণ নির্বাচনে মোদি সরকার দ্বিতীয় দফায় বিপুল জয় পায়। এর পর অন্য রাজ্যেও বিজেপি জয়ী হয়ে আসছে। ফলে ভারতের মুসলিমদের মধ্যে ক্রমেই হতাশা বাড়ছে। অসমের নাগরিকপঞ্জির পর মোদি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়। অযোধ্যায় রামমন্দির নির্মাণ সংক্রান্ত মামলার রায়ও হিন্দুদের পক্ষে যায়। বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের রায় দেয় সুপ্রীমকোর্ট। এই নাগরিকত্ব বিলের সাহায্যে মোদি সরকার মূলত প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টানদের নাগরিকত্ব দিতে চাচ্ছে। ফলে ভারতে বসবাসরত মুসলমানদের কোণঠাসা ও তাদের তাড়িয়ে দিতে সুবিধা হবে। নরেন্দ্র মোদি নেতৃতে আসার পর ভারতে মুসলিম বিদ্বেষ প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা ও হুমকির ঘটনা বাড়ছে। দেশটির অপসংস্কৃতি ও রাজনীতির পরিবর্তে হিন্দু দেব-দেবীর মূর্তি প্রদর্শণ এবং কট্টর হিন্দুত্ববাদ বেড়েছে। বিজেপির কিছু সংসদ সদস্য তাদের হিন্দু জাতীয়তাবাদ উস্কে দিতে বদ্ধপরিকর। নাগরিকত্ব সংশোধন বিলের পক্ষে সংসদে বক্তৃতা দেয়ার সময় বিজেপি এমপি ও অভিনেতা রবি কিষাণ বলেন, বিশ্বে মুসলিম ও ইহুদীদের দেশ রয়েছে। ভারতে একশ’ কোটি হিন্দুর বাস। তাই আমাদেরও একটি নিজস্ব পরিচয় থাকা উচিত। আবার বিজেপির অনেক নেতা ভারতে বসবাসরত মুসলিমদের হিন্দু মনে করে। তাদের ধারণা এসব মুসলিম এক সময় হিন্দু ছিল। নাগরিকত্ব সংশোধন বিলটি পার্লামেন্টে পাস হলেও ভারতের নানা জায়গায় বিলের বিপক্ষে বিক্ষোভ হয়েছে। অসমে হাজার হাজার মানুষ এর প্রতিবাদে সমাবেশ করেছে। অনেকে গণ-উপবাসের ডাক দিয়েছে। ভারতের অনেক জায়গায় প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করেছে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এই বিলকে ভারতের গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দিয়েছে। উল্লেখ্য, ভারত স্বাধীনতা অর্জনের পর জাতির জনক মহাত্মা গান্ধী ও দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্পষ্ট করে বলেছিলেন, ভারতের ৮০ শতাংশ লোক হিন্দু হলেও এটি কোন হিন্দু রাষ্ট্র হবে না। এখানকার সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকেরাও সমান মর্যাদা ভোগ করবে। কংগ্রেস নেতা ও জওহরলাল নেহরুর বড় নাতি রাহুল গান্ধী বলেছেন, ভারত সবার। সকল সম্প্রদায়, ধর্ম, বর্ণ সংস্কৃতির লোকেরা এখানে সমান মর্যাদা ভোগ করবে। কংগ্রেস নেতা শশি থারুর বলেছেন, এই নাগরিকত্ব সংশোধনী বিল ভারতের আদর্শের প্রতি চপেটাঘাত।
×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার