ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শুরুতেই দাপুটে নাদাল

প্রকাশিত: ১২:৪৬, ২৯ আগস্ট ২০১৯

শুরুতেই দাপুটে নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ ইউএস ওপেনে দুর্দান্ত শুরু করেছেন রাফায়েল নাদাল। মৌসুমের শেষ মেজর এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচে তিনি ৬-৩, ৬-২ এবং ৬-২ গেমে হারিয়েছেন জন মিলম্যানকে। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে একপেশে ম্যাচ জিতে দারুণ খুশি রাফায়েল নাদাল। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা পরের রাউন্ডেও ধরে রাখতে চান তিনি। দ্বিতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার থানাসি কোক্কিনাকিস। নাদাল ছাড়াও পুরুষ এককের দ্বিতীয়পর্বের টিকেট নিশ্চিত করেছেন নিক কির্গিওস। অস্ট্রেলিয়ার প্রতিভাবান এই খেলোয়াড় প্রথমপর্বের ম্যাচে ৬-৩, ৭-৬ (৭/১) এবং ৬-৪ গেমে পরাজিত করেন স্টিভ জনসনকে। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ এ্যান্টোনি হোয়াং। ফ্রান্সের এই খেলোয়াড় ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে আসেন ইউএস ওপেনে। নারী হ্যান্ডবলে বাংলাদেশ হারাল মঙ্গোলিয়াকে স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ইন্ডিয়ান হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে বুধবার ভারতের জয়পুরে অনুষ্ঠিত এশিয়ান ওমেন্স ইয়ুথ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যুব মহিলা হ্যান্ডবল দল ৩৬-১৭ গোলে মঙ্গোলিয়া যুব মহিলা হ্যান্ডবল দলকে হারিয়ে নবম স্থান অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-৮ গোলে এগিয়ে ছিল।
×