ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জেল সুপারকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৯:৩৫, ৫ আগস্ট ২০১৯

 জেল সুপারকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অনিয়ম, দুর্নীতি ও অবহেলায় জড়িত থাকার অভিযোগে সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফ। এর আগে তাকে গত ২৮ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য দুদক কর্তৃক ডাকা হলেও সাময়িক বরখাস্ত হওয়া কারা মহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ শেষে আটক করায় তা পিছিয়ে ৪ জুলাই ধার্য করে দুদক। গত ২৮ জুলাই কারা উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের ধানম-ির নর্থ রোডের (ভূতের গলি) ২৭-২৮/১ নম্বর বাসার বি/৬ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি পার্থ চট্টগ্রাম কারাগারে কর্মরত থাকা অবস্থায় ঘুষ, দুর্নীতির মাধ্যমে ওই টাকা আয় করেন।
×