ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বার্থান্বেষীরা গুজব ছড়িয়ে পার পাবে না : আইজিপি

প্রকাশিত: ০৮:১৬, ২৯ জুলাই ২০১৯

স্বার্থান্বেষীরা গুজব ছড়িয়ে পার পাবে না :  আইজিপি

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থে গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এসব স্বার্থান্বেষীরা গুজব ছড়িয়ে পার পাবে না। তাদের বিরুদ্ধে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে। জনগণই গুজব রুখে দিবে। সোমবার বেলা ১১ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এসব কথা বলেন। গণমাধ্যমের সহযোগিতাও কামনা করে তিনি আরও বলেন, পুলিশ গুজবের ব্যাপারে সজাগ রয়েছে। আমরা গুজবের বিরুদ্ধে জনগণকে সচেতন করছি। দেশের প্রতিটি থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গুজব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সভা করছি। বাজার, রাস্তা-ঘাট ও স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানে গুজবের বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালাচ্ছি। এর আগে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং পবিত্র ফাতেহাপাঠ শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি ডা. খন্দকার মহিউদ্দিন, ডিআইজি মাহাবুবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান সহ আশপাশের বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ পদস্থ কর্মকর্তাগণ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে তিনি মন্তব্য লিখেন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে গোপালগঞ্জের চন্দ্রদিঘলীয়ায় রাবেয়া আলী গার্লস্্ হাই স্কুল পরিদর্শন করেন এবং সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে চলমান গুজব পরিস্থিতি সম্পর্কে এবং মাদক ও ইভটিজিং সম্পর্কে সচেতনতামূলক সভা করেন।
×