ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবেক তারকা হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামালের বিশ্বকাপ ক্রিকেট-ভাবনা

‘যে দলে কোয়ালিটি বোলার বেশি, সে দলই বিশ্বকাপ জিতবে’

প্রকাশিত: ১০:১৮, ৩১ মে ২০১৯

 ‘যে দলে কোয়ালিটি বোলার বেশি, সে দলই বিশ্বকাপ জিতবে’

রুমেল খান ॥ হকি ছেড়েছেন সেই কবে, তারপরও বাংলাদেশের ঘরোয়া হকিতে প্রিমিয়ার লীগে এক মৌসুমে (১৯৯৬) সর্বোচ্চ ৪০ গোলের রেকর্ডটি এখনও রফিকুল ইসলাম কামালেরই দখলে। সম্প্রতি বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে সদস্যপদে নির্বাচিত হয়েছেন এই সাবেক তারকা খেলোয়াড়। বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে শুরু হয়ে গেছে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরের খেলা। খেলা দেখবেন না? এমন প্রশ্নের জবাবে কামাল জনকণ্ঠকে জানান, ‘রোজার মধ্যে এবারের বিশ্বকাপের খেলা শুরু হয়েছে। তাই দিনে সম্ভব না হলেও রাতে খেলা দেখব আপাতত। তবে রোজা শেষ হয়ে গেলে তখন দিনের বেলা থেকেই পুরোটা দেখব।’ কামাল আরও জানান, ‘বাংলাদেশ যেহেতু এই আসরে খেলছে এবং খেলাটা এদেশে দারুণ জনপ্রিয়, কাজেই বাংলাদেশের সব খেলা অবশ্যই দেখব। আর সময় পেলে বাকি দলের খেলাগুলোও দেখার চেষ্টা করব।’ সুদর্শন কামালের একমাত্র মেয়ের বয়স ৯। নাম হুমায়মা। মেয়েটা অনেক ক্রিকেট-পাগল। তাকে নিয়েই বাসায় খেলাগুলো দেখবেন বলে জানান কামাল। এবারের বিশ্বকাপে সেমিফাইনালে খেলবে কারা কারা? কামাল অবশ্য চারটি নয়, পাঁচটি দলের নাম উল্লেখ করেন, ‘আমার মনে হয় এবারের বিশ্বকাপের শেষ চারে খেলার সম্ভাবনা আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ডের। এর সঙ্গে বাংলাদেশের নামটিও যুক্ত করতে চাই।’ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা প্রসঙ্গে কামালের অভিমত, ‘একটি দলের চ্যাম্পিয়ন হতে গেলে যেসব অস্ত্র দরকারÑ যেমন ভাল স্পিনার, পেসার, ওপেনিং ও মিডলঅর্ডার ব্যাটসম্যান... এর সবগুলোই আছে বাংলাদেশ দলের। দলটি অনেকদিন ধরেই একসঙ্গে খেলছে। ফলে দলের সবার মধ্যে বোঝাপড়াও অনেক ভাল। মাশরাফি অধিনায়ক হিসেবে অনেক পরিণত ও ব্যক্তিত্ববান। আশাকরি বাংলাদেশ দলটি এবারের বিশ্বকাপে অনেকদূর যাবে।’ কামাল আরও যোগ করেন, ‘বাংলাদেশ দল যদি ম্যাচ বাই ম্যাচ হিসেব করে খেলতে পারে তাহলে তাদের চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউই আটকাতে পারবে না। তাদের প্রতি আমার শুভ কামনা রইলো।’ বিশ্বকাপের দ্বাদশ আসরে দক্ষিণ আফ্রিকার ডি কক, ভারতের হার্দিক পা-িয়া, ইংল্যান্ডের জোফরা আর্চার এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ মাঠ মাতাবে বলে মনে করেন কামাল। ‘তবে এদের বাইরেও অনেক ক্রিকেটার আছেন যারা উদ্ভাসিত নৈপুণ্য দেখিয়ে লাইমলাইটে চলে আসতে পারেন’ যোগ করেন কামাল। গত ২০১৫ বিশ্বকাপে কামালের পছন্দের তিন দলের কেউই শিরোপা জিততে পারেনি। দলগুলো হলো বাংলাদেশ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। শেষের দলটি অবশ্য ফাইনালে উঠেছিল। নিউজিল্যান্ডের প্রতি বিশেষ দুর্বলতা আছে কামালের, ‘আমি নিউজিল্যান্ড দলটাকে খুবই পছন্দ করি। কেননা ওরা অনেক ভদ্র, মার্জিত স্বভাবের। আচরণ অনেক ভাল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ভারতের ক্রিকেটারদের মতো উচ্ছৃঙ্খল, অভদ্র নয়।’ কামালের সাবেক প্রিয় ক্রিকেটারের তালিকায় আছেন ওয়াসিম আকরাম, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকর, মোহাম্মদ আজহারউদ্দিন, এ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, শেন ওয়ার্ন এবং গ্লেন ম্যাকগ্রা। সেই সঙ্গে আক্ষেপ করে কামাল বলেন, ‘এখন আর এদের মতো বড়মাপের ক্রিকেটার দেখি না বললেই চলে। শুধু দ্রাবিড়ের মতো একজনকেই দেখি, ভারতের লোকেশ রাহুল।’ ৪৬ দিনে ৪৮তম ম্যাচ... বিশ্বকাপ ক্রিকেটের সিডিউল নিয়ে কামালের হতাশা, ‘এত লম্বা সময় ধরে বিশ্বকাপ চললে তার আকর্ষণ কমে যায়। ফুটবল বা হকির মতো বিশ্বকাপটা যদি একমাসের মধ্যে শেষ করা যেত, তাহলে টুর্নামেন্টের জৌলুস আরও বেড়ে যেত।’ নিয়ম-কানুন পরিবর্তন করায় এবং ব্যাটিংবান্ধব পিচ তৈরি করায় এখন ওয়ানডে ক্রিকেটটা বড্ড বেশি ব্যাটসম্যানকেন্দ্রিক হয়ে যাচ্ছে বলে মনে করেন কামাল, ‘টি টুয়েন্টি চালু হবার পরেই বোলাররা ব্যাটসম্যানদের হাতে মার খাচ্ছে।
×