ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুলশান লেকে ডুবে যাওয়া কিশোর ২২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

প্রকাশিত: ১০:৪৫, ৬ মার্চ ২০১৯

গুলশান লেকে ডুবে যাওয়া কিশোর ২২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

স্টাফ রিপোর্টার ॥ ২২ ঘণ্টা পার হলেও রাজধানীর গুলশান লেকে ডুবে যাওয়া কিশোরের এখনও খোঁজ পাওয়া যায়নি। সোমবার রাত ৯টার দিকে বনানী ১১ নম্বর রোডসংলগ্ন আনসার ক্যাম্পের সামনের লেকে পড়ে যায় সে। এরপর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে কাজ করে যাচ্ছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কিশোরের নাম সোহাগ (১৬)। গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছায়। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জনকণ্ঠকে জানান, গুলশান লেকে ডুবে যাওয়া কিশোরটি এখনও উদ্ধার হয়নি। ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে বনানীর আনসার ক্যাম্পের পাশের গুলশান লেকে পড়ে যায় ওই কিশোরটি। পরে স্থানীয় লোকজন ৯৯৯-এ ফোন করেন। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই কিশোরকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। তেজগাঁও ফায়ার সার্ভিসের পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার রাত ৯টার দিকে বনানীর আনসার ক্যাম্পের পাশের গুলশান লেকে পড়ে নিখোঁজ হয় সোহাগ নামে ওই কিশোর। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের তেজগাঁও ও হেডকোয়ার্টারের দু’টিসহ তিনটি ইউনিট কাজ করছে। তিনি জানান, রাত ৯টা ৪২ মিনিটে আমরা কিশোর সোহাগের নিখোঁজ হওয়ার খবর পাই। ৯টা ৫২ মিনিটে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান এখনও চলমান আছে। কিভাবে ওই কিশোর পানিতে পড়ল এমন প্রশ্নে পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন জানান, সোহাগসহ আরও তিন কিশোর লেকপাড়ে বসে ছিল। হঠাৎ কোন এক ব্যক্তি পেছন থেকে তাদের ধাওয়া দেয় বলে শুনেছি। এরপর তারা দৌড়ে পালাতে গেলে সোহাগ লেকে পড়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ। নিখোঁজের বন্ধুরা জানায়, কিছুদিন আগে দুর্ঘটনার কারণে ওই কিশোরের পায়ে রড বসানো হয়েছে। তাই ধারণা করা হচ্ছে, হয়তো সেই কারণে ওই কিশোর সাঁতরাতে পারেনি। ঘটনার পর সোহাগের মা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহাগ পরিবারের সঙ্গে কড়াইল বস্তির বউবাজার এলাকায় থাকত।
×