ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ১২:৫২, ১ ফেব্রুয়ারি ২০১৯

কবিতা

ভোর আসবেই হাসান মাহমুদ আকাশে জুড়ে রঙের বেলুন; দৃষ্টি জুড়ে পথ সমুদ্রনীলসন্ধ্যা হতে উদ্যানে দ্বৈরথ মেঘে ঝরে স্বর্ণবৃষ্টি মাঘে ভীষণ তাপ বিশ^জুড়েই ছড়িয়ে আছে জলবায়ু-উত্তাপ রংধনুতে রং খেলা নেই পুষ্পÑগন্ধহীন প্রান্তজুড়ে খেলছে ফানুস, দূরন্ত সঙ্গীন রুদ্রবীণায় ঝংকার নেই, হারিয়ে গেছে গান নীল ছায়াতে দেয় না মায়া দিগন্ত-আসমান মুগ্ধতা নেই, আবেগহারা, তারুণ্য উধাও ভাসছে না আর মেঘনাÑবুকে প্রেমিক জুটির নাও তবুও পাথরÑসময় জুড়ে দূর পাহাড়ের ডাক আমায় টানে, সম্মোহনে দূরন্ত বৈশাখ নীলাভ ছায়ার আঁচল টানি রমনা পাড়ের দিকে ভোর আসবেই, ফুটবে আলো আঁধার হবে ফিঁকে... ** একাত্তরের কথা জাবির হাসান তখন যেটা রক্তেভেজা আজকে সেটাই ‘গল্প’ বাংলাদেশের অতীতটাকে অল্প জানি অল্প! আসাদ মরে রুমি মরে মরলো ক্ষদিরাম যে পাইনি খুঁজে আজো তাদের রক্তে কতো দাম যে। পাক হানারা হানলো যখন আঘাত আমার বঙ্গে প্রাণ হারানো সোনামানিক রক্তক্ষয়ী জঙ্গে। একটি ফুলের করতে যতন হাজার ফুলের অন্ত ভেঙে দিলো তারাই শেষে পাক হানাদের দন্ত। হার মানেনি হারিয়ে জীবন বিজয় নিশান আনল একাত্তরের সেই সে কথা কে কতোটা জানলো?
×