ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রংপুরে জেএমবি’র ৩ জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৩:১৬, ২৫ ডিসেম্বর ২০১৮

রংপুরে জেএমবি’র  ৩ জঙ্গী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ র‍্যাব-১৩ রংপুর জেএমবির ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে রংপুরের গঙ্গাচড়া ও লালমনিরহাটের পাটগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, লালমনিরহাটের মৃত আলাউদ্দিন মুন্সির পুত্র শাহ আলম (৩০), পাটগ্রামের মৃত নূর ইসলামের পুত্র সোহেল রানা(২৮), রংপুর জেলার গঙ্গাচড়া থানার আসাদুল ইসলামের পুত্র মনিছুর রহমান(২৬)। মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিং করে সাংবদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাবের সহকারী পরিচালক এএসপি মো. আহসান হাবীব। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জঙ্গীরা জানায় যে, তারা প্রায় ৪/৫ বৎসর যাবৎ গোপনে জেএমবি'র সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছিল। জঙ্গী সংগঠনে তরুণদের উদ্বুদ্ধকরণ, নতুন জঙ্গী সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ এবং সংগৃহিত অর্থ দ্বারা অস্ত্রশস্ত্র সংগ্রহ ইত্যাদি কর্মকান্ডে তারা লিপ্ত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত জঙ্গীদের তথ্যমতে রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় তাদের একাধিক নাশকতার পরিকল্পনা ছিল। তাদের সংগঠনের সাথে জড়িত অন্যদের ব্যাপারে অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত জঙ্গীদের বিরংদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
×