ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া দেশে লাগাতার হরতাল দিয়েছিলেন ॥ কাদের সিদ্দিকী

প্রকাশিত: ০৫:০৯, ১০ নভেম্বর ২০১৮

 খালেদা জিয়া দেশে  লাগাতার হরতাল  দিয়েছিলেন ॥  কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ২০১৫ সালের দিকে লাগাতার হরতাল দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা কাদের সিদ্দিকী। শুক্রবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় কাদের সিদ্দিকী সমবেত জনতার উদ্দেশে বলেন, বেগম খালেদার মুক্তির জন্য আপনাদের ছটফট করতে হবে না। ২০১৫ সালের দিকে লাগাতার হরতাল দিয়েছিলেন খালেদা জিয়া। আমি অনুরোধ করেছিলাম হরতাল প্রত্যাহার করেন। মানুষকে বাঁচতে দিন। দেশের মানুষ সেই হরতালকে প্রত্যাখান করেছে। হাসিনাকে বলেছিলাম সংলাপে বসেন। দেশের মানুষকে বাঁচান। তিনি বসেননি। কিন্তু তিন বছর পরে হলেও তাকে আলোচনায় বসতে হয়েছে। যেদিন সংলাপ হয়েছে সেদিনই আপনারা জিতেছেন। মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশ বিএনপির নয়, ঐক্যফ্রন্টের বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমি কাদের সিদ্দিকী বিএনপির সমাবেশে আসিনি। কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের সমাবেশে এসেছি। আপনারা যদি খালেদা জিয়াকে মুক্ত করতে চান তাহলে আপনাদের ঐক্যফ্রন্টকে টিকিয়ে রাখতে হবে। এখানে যারা মাঠের মধ্যে আছেন তারা নব্বই ভাগই বিএনপি করেন। কিন্তু আপনাদের চাইতেও দেশের মানুষ অনেক বেশি। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে লড়াই করার আহ্বান জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, আপনারা কি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চান ? যদি না চান, তাহলে আপনাদের লড়তে হবে। এবার হরতাল না দিয়ে বিএনপি সঠিক কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি জেলে যাওয়ার সময় খালেদা বলে গেছেন, আমি যদি মরেও যাই তোমরা হরতাল দিতে পারবে না। তার এই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। আমি বলতে চাই, বাংলাদেশের রাজনীতি মানেই খালেদা জিয়া। এমন কোন জায়গা নাই, যে জায়গায় বাংলাদেশকে বন্দী করে রাখা যেতে পারে। তেমনি খালেদা জিয়াকেও বন্দী রাখা যাবে না।
×