ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতির কাছে দুই রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রকাশিত: ০৫:৪৫, ১৭ অক্টোবর ২০১৮

রাষ্ট্রপতির কাছে দুই রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে সদ্য নিযুক্ত দক্ষিণ কোরিয়া এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতগণ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পৃথকভাবে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রদূতদ্বয় হলেন, দক্ষিণ কোরিয়ার হু কং ইল এবং নেদারল্যান্ডসের হেন্দ্রিকুস জি.জে (হ্যারি) ভারওয়েজ। খবর বাসস’র। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি নবনিযুক্ত দুই রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ঢাকায় তাদের দায়িত্ব পালনকালে দেশ দুটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিরাজমান দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার। বৈঠকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কং ইল বলেন, তার দেশের অনেক বিনিয়োগকারী ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছে। আরও অনেকে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী। আগামী দিনগুলোতে বাংলাদেশ এং দক্ষিণ কোরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
×