ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ভুয়া মেজর কারাগারে

প্রকাশিত: ০৪:৪৬, ২০ আগস্ট ২০১৮

কক্সবাজারে ভুয়া মেজর  কারাগারে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদর মডেল থানায় নিজেকে সেনা বাহিনীর মেজর পরিচয় দিয়ে তদবির করতে এসে আটক হয়েছে এক ভুয়া মেজর। কারাগারে ঠাঁই হওয়া মেজর প্রতারক জয়নাল আবেদিন রামু রাজারকুলের বাসিন্দা। ওই যুবক ওসির রুমে ঢুকে নিজেকে মেজর পরিচয় দেন। কিন্তু কথাবার্তা ও শারীরিক আচরণে ওসি ফরিদ উদ্দিন খন্দকারের সন্দেহ তৈরি হয়। ওসি বলেন, একজন মেজর কোন সময় থানায় এসে তদবির করে না। পরে থানার একজন এসআইকে তিনি (জয়নাল) সঠিক মেজর কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব দেন। উপ-পরিদর্শক দেবব্রত রায় বলেন, তার কথা ও চলাফেরায় সন্দেহ তৈরি হয়। তার নাম ও ঠিকানা উল্লেখ করে সংশ্লিষ্ট জায়গায় অনুসন্ধান করে জানা গেছে এই নামে কোন মেজর নেই। ভুয়া মেজর পরিচয়দানকারী জয়নাল এক সময় সেনা বাহিনীতে রান্নার কাজ করতেন। এক পর্যায়ে সেখান থেকে বের হয়ে যান তিনি। এরপর থেকে প্রতারণার মাধ্যমে নিজেকে সেনা বাহিনীর মেজর পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় তদবির করে সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। আটক ভুয়া মেজরকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
×