ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ির দীঘিনালায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ২১:১২, ২৯ জুলাই ২০১৮

খাগড়াছড়ির দীঘিনালায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি জেলার দীঘিনালার নয়মাইল নামক এলাকায় পঞ্চম শ্রেণির এক শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাকে ধর্ষণের পর খুন করা হয় বলে স্থানীয়দের ধারণা। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ওই এলাকার একটি সেগুন বাগান থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্বার করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে আজ রবিবার সকাল থেকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্দ এলাকাবাসী। জানা যায়, নয়মাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী কৃত্যিকা ত্রিপুরা ওরফে পুনাতি (১১) শনিবার দুপুরে টিফিনের সময় বাড়িতে এসে স্কুলে আর ফিরে যায়নি। পাঠ্যবই বিদ্যালয়েই ছিল। তখন মা অনুমতি ত্রিপুরা জুমে ছিলেন। মা অনুমতি ত্রিপুরা জুম থেকে বিকালে বাড়িতে এসে শিশু কন্যাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে বাড়ির পাশের একটি সেগুন বাগান থেকে শিশুর লাশ উদ্বার করে। আজ রবিবার সকালে খাগড়াছড়ি হাসপাতালে লাশের ময়না তদন্ত করা হয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মেদ খানপ্রমুখ। এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক অবরোধ করে রেখেছে।
×