ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে চালকলের বয়লার বিস্ফোরণ ॥ নিহত দুই

প্রকাশিত: ০৪:৩২, ১৬ জুলাই ২০১৮

   জামালপুরে চালকলের  বয়লার বিস্ফোরণ ॥  নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৫ জুলাই ॥ জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে দু’জন শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার আদ্রা ইউনিয়নের কেয়া অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রাইস মিলের প্রধান মিস্ত্রি আব্দুল করিম (৪৫) এবং তার সহকারী মোঃ মিন্টু (৩৫)। ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠিয়েছে। বয়লার বিস্ফোরণের ঘটনায় আরেক জন মিস্ত্রি অক্ষত অবস্থায় বেঁচে গেছেন এবং পাশের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের বাঘাডোবা গ্রামে রবিবার সকালে আবুল কালাম আজাদের কেয়া অটো রাইস মিলটি চালু করার প্রস্তুতি চলছিল। এ সময় মিলের প্রধান মিস্ত্রি আব্দুল করিম, আরেকজন মিস্ত্রি শহিদুর রহমান বয়লারের চুলা জ¦ালিয়ে মিল চালু করার সঙ্গে সঙ্গে সকাল সোয়া ১০টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এ সময় বয়লারসহ মিলের বিভিন্ন যন্ত্রাংশ ভেঙ্গে চুরমার হয়ে যায়। এতে মিলের ভেতরে প্রধান মিস্ত্রিসহ তিনজন আটকা পড়েন। খবর পেয়ে মেলান্দহ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও মেলান্দহ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিলের ভেতরে আটকেপড়া শ্রমিকদের মধ্যে মিস্ত্রি আব্দুল করিম ও তার সহকারী মোঃ মিন্টুকে মৃত এবং শহীদুর রহমান নামের অপর এক মিস্ত্রিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। নিহত মিস্ত্রি আব্দুল করিমের বাড়ি শেরপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহত মোঃ মিন্টু মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের নওশের আলীর ছেলে। নিহত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বয়লার বিস্ফোরণের সময় মিলের যন্ত্রাংশ ছিটকে মিলের পাশের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বাড়ির মালিকের ছেলে সোহেল রানা ও তার এক শিশু সন্তান অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
×