ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৪:২২, ২৩ জুন ২০১৮

 প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২২ জুন ॥ সদর উপজেলার জগদীশপুর ও শতদশকাঠী গ্রামের মানুষ বিক্ষুব্ধ। জগদীশপুর গ্রামের বিধবা নমিতা রানী হালদারকে প্রতিবেশী মৃনাল কান্তি মিস্ত্রি পরিবারের হাতে গুরুতর জখম হয়েছে। এই ঘটনার পর প্রকৃত ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করার জন্য মৃনাল কান্তি মিস্ত্রি নিজ পরিবারের পাকের ঘরে নিজেরাই আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আহত নমিতা রানীকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জগদীশপুর গ্রামের মৃত পরিমল চন্দ্র হালদারের স্ত্রী। শুক্রবার সরেজমিন জানা গেছে, ৩০ বছর ধরে নমিতা রানী হালদার তার বসতবাড়ির সঙ্গে পাকের ঘর জরাজীর্ণ হওয়ায় মেরামতের উদ্যোগ নেয়। বুধবার পাকের ঘর মেরামত করাকালে প্রতিবেশী মৃনালকান্তি মিস্ত্রির পরিবার নমিতা রানীর পাকের ঘরের জায়গা তার অংশ বলে দাবি করে ঘর মেরামতে বাধা সৃষ্টি করে। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায় মৃনাল কান্তি মিস্ত্রির পুত্র প্লাবন মিস্ত্রি বাঁশ দিয়ে পিটিয়ে নমিতা রানী হালদারের মাথা ফাটিয়ে দেয়। এ ব্যাপারে উভয়পক্ষ ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিধবা পরিবারের ওপর মৃনাল কান্তি পরিবারের হামলা এবং মিথ্যা ঘটনা সাজিয়ে নমিতা রানী হালদারের পরিবারকে হয়রানি করার জন্য গ্রামবাসী সংক্ষুব্ধ হয়েছে।
×