ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে মিজান- হালিম বাহিনীর কাছে সাধারণ মানুষ জিম্মি

প্রকাশিত: ০৩:৫১, ৩১ মে ২০১৮

বাগেরহাটে মিজান- হালিম বাহিনীর কাছে সাধারণ মানুষ জিম্মি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত জিউধরা ইউনিয়নের সাধারণ মানুষ বেপরোয়া ‘মিজান-হালিম বাহিনী’র অত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলায় অতিষ্ঠ হয়ে উঠেছে। একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকদের তারা মারপিট করছে। হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, অপহরণ, ঘরবাড়ি পুড়িয়ে দেয়া ও হামলা-মারপিটের মতো বহু অভিযোগ রয়েছে ‘মিজান-হালিম বাহিনীর বিরুদ্ধে। বহু মামলার আসামি হবার পরেও মিজান-হালিম বাহিনী বীরদর্পে এলাকায় রামরাজত্ব চালাচ্ছে। এদের বিরুদ্ধে টু-শব্দ করলে অত্যাচার-নির্যাতনের পাশাপাশি হয়রানিমূলক মামলায় বাড়িঘর ছাড়া হতে হয় সাধারণ মানুষকে। স্থানীয় জনপ্রতিনিধিরাও এদের কাছে জিম্মি।’ বুধবার দুপুরে সংখ্যালঘু অধ্যুষিত জিউধরা-লক্ষীখালী এলাকার যুবলীগ নেতা আলমগীর গোসেনের স্ত্রী মাসুদা বেগম বাগেরহাট প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এ সময় মিজান-হালিম বাহিনীর হাতে ওই এলাকার ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এ বাহিনীর হাত থেকে রক্ষা পাবার আর্তি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মাসুদা বেগম অভিযোগ করেন, তার স্বামী জিউধারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। দীর্ঘ চার বছর ধরে নিজের জমির পাশাপাশি হাড়ি দিয়ে ২২ একরের একটি মৎস্য ঘের এলাকাবাসীকে সঙ্গে নিয়ে যৌথ মাছ চাষ করেছেন। একই এলাকার মিজানুর রহমান, হালিম, তৈয়বুর রহমান, আলী আজমসহ বহু মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী বাহিনী এ মৎস্য ঘেরটি দখল করার জন্য নানা প্রকার নির্যাতন করছে। তারা একাধিক মিথ্যা মামলা দেয়। ইতোমধ্যে কয়েকটি মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় তার স্বামীকে আদালত অব্যাহতি দিয়েছে।
×