ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে গাড়ি ভাংচুর ॥ যুবক আটক

প্রকাশিত: ০৪:২৪, ১২ মে ২০১৮

 নারায়ণগঞ্জে গাড়ি  ভাংচুর ॥ যুবক আটক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর পাইকপাড়ায় নারায়ণ চন্দ্র সাহা নামে এক ব্যবসায়ীর বাড়ির গ্যারেজে রাখা প্রাইভেটকার যান্ত্রিক ত্রুটির কারণে হর্ন বাজতে থাকার ঘটনাকে কেন্দ্র করে টিল ছুড়ে ব্যবসায়ীর বাড়ির জানালার কাঁচ ও গাড়ি ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ভাংচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমন নামে এক যুবককে আটক করেছে। ব্যবসায়ী নারায়ণ চন্দ্র সাহা জানান, বৃহস্পতিবার রাতে নগরীরর শাহ সুজা রোড পাইকপাড়া ছয় তলা বাড়ির নিচের গ্যারেজে তার ব্যক্তিগত গাড়ি রেখে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক একটার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে প্রাইভেটকারের হর্ন বাজতে শুরু করে। হর্ন বাজার শব্দ শুনে আমার ছোট ভাই এসে গাড়ির হর্ন বন্ধ করে দেয়। এই হর্ন বাজাকে কেন্দ্র করে বাড়ির পাশের এলাকার লোকজন মিলে বাড়ির ভেতরে প্রবেশ করে লাঠিসোঠা ও ইটপাটকেল নিয়ে গ্যারেজে রাখা গাড়ি ভাংচুর করে এবং ছয়তলা বাড়ির নিচ তলা ও দ্বিতীয় তলার সব জানালার কাঁচ ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, বাড়ি ভাংচুরের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে সুমন নামের এক যুবককে আটক করেছে।
×