ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্লিয়ারমেন অনুর্ধ-১৭ ফুটবল

প্রকাশিত: ০৭:৩৬, ৬ মে ২০১৮

ক্লিয়ারমেন অনুর্ধ-১৭ ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের প্রতিভাবান ক্ষুদে ফুটবলাররা ক্রীড়া নৈপুণ্যে মেতে উঠেছে ‘ক্লিয়ারমেন অনুর্ধ-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে’র ন্যাশনাল রাউন্ডের খেলায়। রাজধানীর উত্তরার র‌্যাব-১ এর মাঠে ন্যাশনাল রাউন্ডের খেলায় দলগুলো দেশসেরা হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় ফুটবলের উন্নয়নের জন্য দেশব্যাপী স্কুল ছাত্রদের এই টুর্নামেন্টের আয়োজন করে বিশ্বের এক নম্বর মেন’স শ্যাম্পু ব্র্যান্ড ‘ক্লিয়ারমেন’। ন্যাশনাল রাউন্ডের চতুর্থদিনের খেলায় চারটি ম্যাচে মুখোমুখি হয় আটটি স্কুলের ক্ষুদে ফুটবলাররা। চতুর্থ দিনে রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন সোনাদীঘি হাইস্কুল ৪-০ গোলে বরিশাল বিভাগের রানার্সআপ টেকনিক্যাল স্কুল ও কলেজ পিরোজপুরকে, রংপুর বিভাগের চ্যাম্পিয়ন রংপুর জেলা স্কুল ২-০ গোলে ময়মনসিংহ বিভাগের রানার্সআপ মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়কে হারায়। রাজশাহী বিভাগের রানার্সআপ জামিরা হাইস্কুল ও রংপুর বিভাগের রানার্সআপ হারাগাছ উচ্চ বিদ্যালয়ের মধ্যকার খেলা গোলশূন্য ড্র হয়। বরিশাল বিভাগের চ্যাম্পিয়ন ব্যাপ্টিস্ট মিশন বয়েজ হাইস্কুল ৩-১ গোলে ময়মনসিংহ বিভাগের চ্যাম্পিয়ন পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়কে হারায়।
×