ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সমন্বয়কারীকে তুলে নেয়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

প্রকাশিত: ০৪:৩২, ২৬ মার্চ ২০১৮

সমন্বয়কারীকে তুলে নেয়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচী থেকে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়কারী বিন ইয়ামিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি কলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান। তিনি জনকণ্ঠকে বলেন, ‘ছাত্রলীগ তাদের সমস্যার বিষয়ে জানতে চেয়েছেন। তাদের ছাত্রলীগ তুলে নেয়নি।’ রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়কারী বিন ইয়ামিনকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। পূর্ব ঘোষিত কর্মসূচী থেকে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে শিক্ষা সনদ গলায় ঝুলিয়ে ঝাড়ু হাতে নিয়ে রাজু ভাস্কর্য থেকে শহীদ মিনারে যাওয়ার প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক বি এম ইহতেশাম, আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিনসহ কয়েকজন আন্দোলনের এই সমন্বয়কারীকে তুলে নিয়ে যায় বলে জানা গেছে। পরে মধুর ক্যান্টিনের গোল ঘরের মধ্যে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে বিভিন্ন প্রশ্ন করেন। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে আন্দোলনকারীরা ঢাবির সেন্ট্রাল লাইব্রেরির সামনে অবস্থান করে। এই সময় কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা কোটা সংস্কার আন্দোলনের জন্য তৈরি করা টি-শার্ট পরিহিত লোক প্রশাসন বিভাগের এই শিক্ষার্থীকে মধুর ক্যান্টিনে নিয়ে যায়। সেখানে আগে থেকে বসা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন কোটা সংস্কার আন্দোলনকারীকে জিজ্ঞাসাবাদ করে। তার পরিচয় জিজ্ঞাসা করে। এই সময় এস এম জাকির হোসাইন বলেন, এখানে আসার উদ্দেশ্য কী? এই সময় আটক কোটা সংস্কারকারী বলেন, আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না।
×