ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড সফরের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ যুবারা

প্রকাশিত: ০৬:২১, ৪ জানুয়ারি ২০১৮

নিউজিল্যান্ড সফরের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ যুবারা

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের প্রথমদিনেই যুব ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ যুব দলের প্রস্তুতি ম্যাচ ছিল। কিন্তু বৃষ্টিতে ম্যাচটি হয়নি। বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি হলো। কিন্তু তাতে ৬ উইকেটে হেরে গেল বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। ওটাগো একাদশের বিপক্ষে হার হলো। নিউজিল্যান্ডে এবার বিশ্বকাপ খেলতে গিয়ে প্রথম সফরের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ যুবারা। নিউজিল্যান্ডে ১৩ জানুয়ারি শুরু হচ্ছে অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপে খেলতে নামার আগে নিজেদের ভালভাবে ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ যুব ক্রিকেটাররা। এজন্য আগেভাগেই নিউজিল্যান্ড গিয়েছে। কিন্তু কন্ডিশনের সঙ্গে যেন মানিয়ে নিতে কষ্টই হচ্ছে যুবাদের। গত মাসের ২৬ তারিখে নিউজিল্যান্ড গিয়ে এখনও কন্ডিশন আয়ত্তে আসেনি। তার প্রমাণ মিলছে, ওটাগো একাদশের বিপক্ষে হারেই। হিসাব অনুযায়ী দ্বিতীয় হলেও, মাঠে বল গড়িয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিতে। তাই এটিই এবার বিশ্বকাপ খেলতে গিয়ে অনুর্ধ-১৯ ক্রিকেট দলের প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল। কিন্তু সেটিতেই হার হলো। নিউজিল্যান্ডের ওটাগো ক্রিকেট ক্লাবের ওটাগো ‘এ’ দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ যুব দল। ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভাল মাঠে প্রথমে ব্যাট করে ৪০.২ ওভারে ১৭০ রানে অলআউট হয় সাইফ-আফিফরা। জবাবে ১৩.১ ওভার ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় ওটাগো। ৪ উইকেট হারিয়ে ৩৬.৫ ওভারে ১৭৬ রান করে জিতে ওটাগো। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ যুব দল। সাইফ হাসান সর্বোচ্চ ৫৪ রান করতে পারেন। আফিফ হোসেন ধ্রুব করেন ৪০ রান। এই দুজনের ব্যাটিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। বাকিদের মধ্যে আমিনুল ইসলাম ২২ রান করেন। বাকিরা ব্যর্থ হন। ক্রিসটি ভিলিয়ন একাই ৫ উইকেট নেন। জবাব দিতে নেমে ওপেনার ক্রাউডিস একাই ৭৩ রানের ইনিংস খেলে ডুবিয়ে দেন। রাদারফোর্ড ৪৪ ও ভিসাভাদিয়া অপরাজিত ৩০ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন। রবিউল হক একাই ৩ উইকেট নেন। যুব বিশ্বকাপে এবার বাংলাদেশের গ্রুপে রয়েছে নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফ ওভালে ১৩ জানুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে যুবারা। দুই দিন পর একই ভেন্যুতে কানাডার মুখোমুখি হবে সাইফরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ১৮ জানুয়ারি। গত আসরের সেমিফাইনালিস্ট বাংলাদেশ যুব বিশ্বকাপের ১১তম এই আসরে আরও ভাল করতে চায়। এ জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই সাইফ হাসানের নেতৃত্বে দেশ ছাড়ে বাংলাদেশ দল। ৫ জানুয়ারি একই দলের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। এরপর যুব বিশ্বকাপে খেলতে নামতে আসল প্রস্তুতি শুরু হয়ে যাবে। ৬ জানুয়ারি ডানেডিন থেকে সাইফরা ফিরবে ক্রাইস্টচার্চে। এখন পর্যন্ত যুব বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য তৃতীয় স্থান অর্জন। এবার সেটাকে ছাপিয়ে নতুন কিছু করার স্বপ্ন তাদের। যদিও নিউজিল্যান্ডে এর আগে দুইবার বিশ্বকাপ খেলে ভাল অভিজ্ঞতা হয়নি বাংলাদেশের অনুর্ধ-১৯ দলের। ২০০২ সালে ১১তম ও ২০১০ সালে নবম হয়েছিল তারা। পথ অনেক চ্যালেঞ্জময়। তবুও সেরা হওয়ার স্বপ্ন আছে অনুর্ধ-১৯ ক্রিকেটারদের মধ্যে। অধিনায়ক সাইফই যেমন দেশ ছাড়ার আগে বলেছিলেন, ‘অবশ্যই লক্ষ্যটা থাকবে এক নম্বর হওয়ার। কিন্তু ধাপে ধাপে যাব, ম্যাচ বাই ম্যাচ খেলব। ওখানে প্রথম রাউন্ড খেলে যদি উঠতে পারি, তবে কোয়ার্টার ফাইনাল আছে, ওভাবে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।’ সঙ্গে আসল কথাটা বললেন, ‘ওখানে কন্ডিশনটা আমাদের জন্য অবশ্যই কঠিন হবে। তবে আমাদের প্রস্তুতি ভাল ছিল। গত এশিয়া কাপে খুব ভাল কামব্যাক করেছি। সামনে আমাদের প্রস্তুতি আছে ১২ দিনের। তিনটা প্রস্তুতি ম্যাচ আছে। তা থেকে ভালটা নেয়ার চেষ্টা করব।’ ভাল নেয়ার কথা বললেন সাইফ। কিন্তু হার দিয়েই যুব বিশ্বকাপের উদ্দেশ্যে নিউজিল্যান্ড সফরটা শুরু হলো। স্কোর ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ ওটাগো একাদশ প্রস্তুতি ম্যাচÑ বাংলাদেশ অনুর্ধ-১৯ : ১৭০/১০; ৪০.২ ওভার (পিনাক ১৪, নাইম শেখ ২, সাইফ ৫৪, হৃদয় ১৫, আফিফ ৪০, আমিনুল ২২, মাহিদুল ১, অনিক ২, নাঈম হাসান ২, রবিউল ২, হাসান ০*; হান্টার ০/৩১, ভিলিয়ন ৫/৩১, উইলান ০/১৬, এ্যান্ড্রুস-কেনেডি ১/২৫, মোসটার্ট ২/৩২, ভিসাভাদিয়া ১/৩৫)। ওটাগো ‘এ’ ॥ ১৭৬/৪; ৩৬.৫ ওভার (ক্রাউডিস ৭৩, রাদারফোর্ড ৪৪, হকিন্স ০, তাসমান-জোন্স ৭, ভিসাভাদিয়া ৩০*, স্মিথ ৯*; হাসান ০/৩০, আফিফ ০/২৭, অনিক ০/২৪, নাঈম হাসান ০/৩৪, রবিউল ৩/১৬, টিপু ০/৪০)।
×