ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আকিল জামান ইনু

বই ॥ বাংলাদেশের জন্মকথা

প্রকাশিত: ০৬:০৯, ২৭ অক্টোবর ২০১৭

বই ॥ বাংলাদেশের জন্মকথা

বাংলাদেশের জন্মকথা। ছোট মোড়কে বিশাল ইতিহাস। গ্রন্থনা আবদুল হালিম, পরিকল্পনা ও প্রকাশনায় মীর লিয়াকত আলী। দ্বিতীয় সংস্করণে যুক্ত মুখবন্ধ পাঠ করে গ্রন্থের পাশাপাশি প্রকাশনার উদ্যোগ ও উদ্দেশ্য মনোযোগ দাবি করে। উদ্যোগ গ্রহণকারী মীর লিয়াকত আলী পেশায় সাংবাদিক। তিনি বিশ্বাস করেন স্বজাতির ইতিহাস না জেনে কোন শিক্ষা সম্পূর্ণ হয় না। গড়ে উঠতে পারে না দেশপ্রেমিক নতুন প্রজন্ম। কথাগুলো আমরা সবাই জানি, সভা সমাবেশে প্রায়শই তা উচ্চারিতও হয়। কিন্তু শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানানোর উদ্যোগ গৃহীত হয়েছে খুব কম। এখানেই ব্যতিক্রম। প্রাতিষ্ঠানিক পাঠদান ও বোর্ড পরীক্ষার সাফল্য তাকে হয়ত আর্থিক সচ্ছলতার নিশ্চয়তা দিয়েছে কিন্তু অন্তরের অপূর্ণতা তাতে দূর হয়নি। শিক্ষার্থীদের কাছে নিজ দেশের সঠিক ইতিহাস পৌঁছে দেয়ার ব্যর্থতা তাকে তাড়িত করেছে অবিরাম। আর তিনি এ ধরনের ইতিহাসনির্ভর একটি রচনার জন্য ক্রমাগত তাড়িয়ে ফিরেছেন সহকর্মী আবদুল হালিমকে। অতঃপর তাদের দু’জনের এ সম্মিলিত প্রচেষ্টার ফল বাংলাদেশের জন্মকথার আত্মপ্রকাশ। শিক্ষার্থীদের কাছে দেশ ও জাতির সঠিক ইতিহাস পৌঁছে দেয়ার এই উদ্যোগ মলাটের মাঝে ষোলো পৃষ্ঠার এই ইতিহাসিক তথ্যের সংকলনের প্রথম সংস্করণ প্রকাশের সঙ্গে সঙ্গেই নিঃশেষিত। দ্বিতীয় সংস্করণের মুখবন্ধে লেখক দাবি করেছেন, তার চেষ্টা ছিল বিতর্ক তাড়িয়ে সঠিক তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া। তার এ দাবি কতটা যথার্থ তা নিয়ে সংশয় ছিল মনে। সে সংশয় দূর হতে সময় লাগেনি। বরং চমকে গিয়েছি অন্য কারণে। সেই আদিম যুগ থেকে শুরু করে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশের দিনটি অর্থাৎ ১৬ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত তিনি তুলে এনেছেন এ গ্রন্থে। এত ক্ষুদ্র পরিসরে এত বড় কাজ চমকে দেয়। অথচ গুরুত্বপূর্ণ কোন তথ্য বাদ পড়েছে এমন অভিযোগ করারও উপায় নেই। ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে প্রয়োজনীয় তথ্যগুলো লেখক জুড়ে দিয়েছেন পরম নিষ্ঠায়। লেখক আবদুল হালিমের সামনে আরেকটি চ্যালেঞ্জ ছিল ক্ষুদে পাঠকদের জন্য সহজ ভাষায় উপস্থাপন। দুয়েকটি ব্যতিক্রম বাদে জনাব হালিম তাতে সফল। সহজ সাবলীল ভাষায় তিনি বর্ণনা করেছেন জাতির ইতিহাস। মূল্যও হাতের নাগালে বিশ টাকা। কিন্তু মূল্য বা আকৃতির বিচারে এ গ্রন্থকে বিবেচনা করা ভুল হবে। বরং ক্ষুদে শিক্ষার্থী থেকে শুরু করে ইতিহাসে সচেতন যে কারও জন্য ‘বাংলাদেশের জন্মকথা’ হতে পারে একটি বড় কাজ। আরেকটু এগিয়ে বলি হতে পারে না -এটি নিশ্চিত ভাবেই ছোট আকারে বড় কাজ।
×