ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর র‌্যালী

প্রকাশিত: ০২:০১, ২৫ অক্টোবর ২০১৭

ঠাকুরগাঁওয়ে  সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর র‌্যালী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ বনার্ঢ্য আনন্দ র‌্যালী, কেক কাটা, আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান কর্মসূচির মধ্যদিয়ে বুধবার জেলার ঐতিহ্যবাহী সংগঠন সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উৎসব পালন করা হয়। বুধবার সকালে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে সংগঠনের কার্যালয় থেকে ঘোড়া ও মহিষের গাড়িসহ নানান বর্ণে সজ্জিত বর্ণাঢ্য একটি আনন্দ র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান, খলিলুর রহমান, নুরুল হুদা স্বপন, সভাপতি রাশিদুজ্জামান মলয়, সহ-সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আহমেদুল্লাহ বাবু, ফখরুল ইসলাম, শাহাদৎ হোসেন প্রমুখ। আলোচনা শেষে সেখানে কেক কাটা, প্রীতিভোজসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় সংগঠনের নেতা-কর্মী, সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অসংখ্য অতিথি ও শুভাকাঙ্খিগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী ৩৩ বছর ধরে জেলা ও জেলার বাইরে ক্রীড়া, সাংস্কৃতিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বিশেষ ভূমিকা রেখে আসছে।
×