ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

প্রথম নারী স্পোর্টস প্রধান

প্রকাশিত: ০৩:৪১, ২০ অক্টোবর ২০১৭

প্রথম নারী স্পোর্টস প্রধান

সৌদি ফেডারেশন ফর কমিউনিটি স্পোর্টসের প্রধান পদে নিয়োগ পেয়েছেন প্রিন্সেস রিমা বিনত্ বান্দার বিনত্ সুলতান। নারী ও পুরুষ উভয়ের ক্রীড়া নিয়ে কাজ করে থাকে ফেডারেশন। রাজতন্ত্র শাসিত তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশটিতে এটি একটি বড় ধরনের পরিবর্তন। কারণ এ ধরনের পদে নারীদের নিয়োগ পাওয়া এক সময় অসম্ভব মনে করা হতো। -ওয়েবসাইট উদ্যোক্তা সম্মেলনে সিন্ডি ক্রফোর্ড সুপার মডেল ও উদ্যোক্তা সিন্ডি ক্রফোর্ড বুধবার ক্যালিফোর্নিয়ার লেগুনা বীচে ওয়াল স্ট্রিট জার্নালের ডিলাক্স কনফারেন্সে যোগ দেন। তিনি সেখানে পরিবার, ব্যবসা, মডেলিং ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে কথা বলেন। তিনি নবীন উদ্যোক্তাদের সুযোগগুলো যথাযথাভাবে কাজে লাগানোর পরামর্শ দেন। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ক্রফোর্ড বলেন, তিনি একদিনেই সুপারমডেল হননি। এজন্য তাকে দীর্ঘ পথ চলতে হয়েছে। -এএফপি
×