ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মূল্যস্ফীতি বেড়েছে

প্রকাশিত: ০৮:৪৪, ১৮ অক্টোবর ২০১৭

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মূল্যস্ফীতি বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত অর্থবছর মূল্যস্ফীতি লক্ষ্যের মধ্যে থাকলেও শেষ প্রান্তিকে অনেকটা বেড়ে গিয়েছিল পণ্যমূল্য। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও মূল্যস্ফীতি বেড়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ। গত অর্থবছরের একই প্রান্তিকে এ হার ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ। পয়েন্ট টু পয়েন্ট (গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা) ভিত্তিতে এ হিসাব করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে মূল্যস্ফীতির এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। মন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫৭ শতাংশ। আগস্ট মাসে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ৮৯ শতাংশে। সেপ্টেম্বরে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ। এ হিসাবে তিন মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়ায় ৫ দশমিক ৮৬ শতাংশে। মন্ত্রী বলেন, চাহিদা ও সরবরাহের মধ্যে সমন্বয় না থাকায় মূল্যস্ফীতি বেড়েছে। তবে আমাদের ভয় ছিল মূল্যস্ফীতি আরও অনেক বেশি বাড়বে। বর্তমানে সরবরাহ চেন স্বাভাবিক হয়ে আসছে। তাই আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি কমে আসবে। আশা করছি, অর্থবছর শেষে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে।
×