ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিএনপি নেতার আপত্তিকর পোস্ট শেয়ার

প্রকাশিত: ০৬:২৮, ১৬ অক্টোবর ২০১৭

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিএনপি নেতার আপত্তিকর পোস্ট শেয়ার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টে ক্রমাগত হারে শেয়ার করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি মোদাচ্ছেরুল হক হুদা। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি আপলোড করে পোস্ট ও শেয়ার করেছেন তিনি। আর এ নিয়ে জেলাজুড়ে চলছে তোলপাড়। হুদা সদর উপজেলার ভালুকা চাঁদপুর কলেজের শিক্ষক ও জেলা বিএনপির সহ-সভাপতি। তিনি একজন সাবেক ইউপি চেয়ারম্যানও ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বেশ কয়েকদিন ধরে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করেছেন নিজের ফেসবুক আইডি থেকে। শুধু প্রধানমন্ত্রী নন তার ফেসবুক আইডিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিয়েও গালিগালাজের অভিযোগ রয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাদী হয়ে শনিবার রাতে সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশ পেলেই মামলাটি রেকর্ড করা হবে বলে পুলিশ জানিয়েছে। তিনি প্রধানমন্ত্রীর ছবিতে আপত্তিকর কথা লিখে শেয়ার করছেন। গড়ফধংংবৎঁষ ঐধয়ঁব ঐঁফধ নামের আইডি থেকে বিএনপি অনলাইন উইং, বিএনপি সমর্থকগোষ্ঠী, ইরা চৌধুরী আইডি থেকে সরকার বিরোধী ও দেশ বিরোধী আপলোড করা ছবিসহ বিভিন্ন পোস্ট শেয়ার করে আসছেন তিনি। রাজশাহীতে যুবক স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীর সমালোচনা করে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে তানোর থানা পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার রাতে গ্রেফতার এ যুবকের নাম রাশিকুল ইসলাম (৩০)। সে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের লালপুকুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, রাশিকুল তার নিজের ফেসবুকের ওয়ালে প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল গাফ্ফার বাদী হয়ে শনিবার রাতে প্রযুক্তি আইনে থানায় একটি মামলা দায়ের করেন। পরে ফেসবুক পরীক্ষার পর তাকে শনাক্ত করা হয়।
×