ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁচকে থ্রিডি প্রিন্টার

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ অক্টোবর ২০১৭

পুঁচকে থ্রিডি প্রিন্টার

পছন্দ করে একটি শার্ট কিনেছেন। কিন্তু দ্বিতীয় দিন পরতেই দেখলেন, শার্টটির একটি বোতাম খুলে গেছে। অনেক দোকানে খোঁজাখুঁজি করেও পেলেন না বোতামটি। কেমন হবে, যদি ঘরে বসে নিজেই তৈরি করতে পারেন নতুন একটি বোতাম? থ্রিডি প্রিন্টার নামক যন্ত্রটি আপনাকে এ কাজে সাহায্য করতে পারে। আপনার কাজ হচ্ছে শুধু প্রয়োজনীয় বস্তুটির নক্সা এঁকে প্রিন্ট দেয়া। নক্সা অনুযায়ী এটি তৈরির কাজে লেগে পড়বে এ প্রিন্টার। সান দিয়েগো ইনোভেশন সেন্টারের একটি দল ‘কুবিবট’ নামের একটি পুঁচকে থ্রিডি প্রিন্টার উদ্ভাবন করেছে। যেটি আকৃতিতে সবচেয়ে ছোট, ব্যবহারে সহজ এবং দামেও কম। অন্যান্য থ্রিডি প্রিন্টার কেনা অনেক ব্যয়বহুল। সেখানে ‘কুবিবট’-এর দাম ধরা হয়েছে ১৪৯ মার্কিন ডলার। এটি তৈরিতে সময় লেগেছে আড়াই বছর। ‘কুবিবট’-এর সহ-প্রতিষ্ঠাতা আরিয়া নূরজার বলেছেন, “যদি আপনি সাধারণ প্রিন্টার ব্যবহার করতে পারেন, ‘কুবিবট’-ও ব্যবহার করতে পারবেন।” আকৃতিতে ছোট হওয়ায় একটি ল্যাপটপ রাখার মতো জায়গায় প্রিন্টারটি খুব সহজেই রাখা যাবে। সাধারণত থ্রিডি প্রিন্টার প্লাস্টিকজাতীয় উপাদান গলিয়ে কম্পিউটারের নির্দেশনা অনুসরণ করে আকৃতি দেয়। শুধু কম্পিউটারে নয়, স্মার্টফোনের এ্যাপ থেকেও কাজ করা যাবে প্রিন্টারটিতে। দাম কম হলে বড় কাজের পাশাপাশি ছোট কাজেও ব্যবহার করা যাবে এটি। আগামী বছরের শুরু থেকে এটি বিক্রি শুরু হবে। -ডিজিটাল ট্রেন্ডস অবলম্বনে।
×