ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরখাস্ত বায়ার্ন কোচ আনচেলত্তি

প্রকাশিত: ০৪:০৯, ২৮ সেপ্টেম্বর ২০১৭

বরখাস্ত বায়ার্ন কোচ আনচেলত্তি

অনলাইন ডেস্ক ॥ পিএসজির কাছে বায়ার্ন মিউনিখের হারটাই তাহলে কাল হয়ে দাঁড়াল কার্লো আনচেলত্তির জন্য! কোচের পদ থেকে তাকে বরখাস্ত করেছে বায়ার্ন মিউনিখ। বৃহস্পতিবার জার্মান ক্লাবটি এক বিবৃতিতে ৫৮ বছর বয়সি এই ইতালিয়ান কোচকে বরখাস্ত করার কথা নিশ্চিত করেছে। মৌসুমের শেষ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন এতদিন আনচেলত্তির সহযোগী হিসেবে কাজ করা উইলি স্যাগনল। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ৩-০ গোলে হারে বায়ার্ন। ম্যাচে আরিয়েন রোবেন, ফ্রাংক রিবেরি, ম্যাট হ্যামেলসের মতো খেলোয়াড়কে শুরুর একাদশে না রাখায় সমালোচনার মুখে পড়েন কোচ আনচেলত্তি। এই মৌসুমে বুন্দেসলিগায় শুরুটাও ভালো হয়নি বায়ার্নের। তারা ২-০ গোলে হেরেছে হফেনহেইমের কাছে। দুই গোলে এগিয়ে গিয়েও ভলফসবুর্গের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে। গতবারের চ্যাম্পিয়নরা ৬ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে। সেই সঙ্গে খেলোয়াড়দের মনোমালিন্যের খবরও ছড়িয়েছে গত কয়েকদিনে। সব মিলিয়ে আনচেলত্তির বরাখাস্ত হওয়ার একটা গুঞ্জন ভাসছিল বাতাসে। সেটাই এবার সত্যি হলো। বায়ার্নের দায়িত্ব নেওয়ার এক বছর পরই বরখাস্ত হলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচ।
×