ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৪:২০, ২৯ আগস্ট ২০১৭

বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সোমবার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২০১৭-১৮ অর্থ বছরে ৪০৬ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নগর ভবনে সিটি মেয়র আহসান হাবিব কামাল এ বাজেট ঘোষণা করেন। যা গেলবারের তুলনায় ৩৭ কোটি ৬৪ লাখ টাকা কম। বাজেট ঘোষণায় সিটি মেয়র বলেন, এখানে তেমন শিল্পায়ন না হওয়ায় রাজস্ব আয় বাড়ানো কষ্টসাধ্য। যার কারণে কর্পোরেশনের রাজস্ব আয় বাড়েনি। আর হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য খাতে কর বাড়িয়ে ভারসাম্য আনা সম্ভব নয়। তাই এবারের বাজেটে নতুন করে কর আরোপ করা হয়নি। মেয়র আরও বলেন, নগরীর যেসব রাস্তাঘাটে খানাখন্দের সৃষ্টি হয়েছে তা বর্ষা মৌসুম শেষে চলাচলের উপযুক্ত করা হবে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কে এম শহীদউল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামানসহ কাউন্সিলর ও কর্মকর্তারা।
×