ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রৌমারীতে চোর সন্দেহে সালিশে তিন যুবককে জুতাপেটা

প্রকাশিত: ০৫:১০, ৯ আগস্ট ২০১৭

রৌমারীতে চোর সন্দেহে  সালিশে তিন যুবককে জুতাপেটা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ দেড় বছর আগে চুরি যাওয়া গরু চুরির অপবাদে ৩ যুবককে বেধরক জুতাপেটা ও ৯০ হাজার টাকা জরিমানা করেছে গ্রাম্য মাতাব্বররা। হাজার হাজার মানুষের সামনে সালিশের মাধ্যমে এ রায় দেন তারা। রায় অনুযায়ী প্রত্যেককে ১০ ঘা করে জুতাপেটা করা হয়। ছেলের জুতাপেটা দেখে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা মা সাহেদা বেগম। তারা দড়ি দিয়ে বেঁধে ও পিটিয়ে চুরির কথা স্বীকারোক্তি নিতে চেষ্টা করেন। মধ্যযুগীয় বর্বর এ ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বামনেরচর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত দেড় বছর আগে চর বামনেরচর গ্রামের কবীর হোসেনের একটি ও পাশর্^বর্তী মোল্লারচর গ্রামের নুর হোসেনের একটি মোট ২টি গরু চুরি যায়। অনেক খোঁজাখুঁজির পরও তারা গরু দুটির কোন সন্ধান করতে পাননি। সম্প্রতি চর বামনেরচরের জাইদুল (১৮), সাখাওয়াত (১৯) ও মোল্লারচরের রবিউলকে (২৮) সন্দেহ করেন ওই গ্রামের মাতাব্বর জিন্নাত আলী ওরফে জিন্নাহ আর্মি। মঙ্গলবার ওই গ্রামের মৃত জালাল মেম্বারের বাগানে একটি গ্রাম্য সালিশে ওই ৩ যুবককে ধরে এনে দড়ি দিয়ে বেঁধে পেটানোর হুমকি দিলেও তারা চুরির ঘটনাটি অস্বীকার করে। এতে মাতাব্বররা আরও ক্ষিপ্ত হয়ে ৩ জনের ৯০ হাজার টাকা ও ১০ ঘা করে জুতাপেটার রায় ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহ আলম, জিন্নাত আলী ওরফে জিন্নাহ আর্মি, আবু কালাম, মিন্নাছ আলী, নওশাদ আলী, সোনা মিয়া ও ইউনুছ আলী মাস্টার। তিন যুবক জানান, আমরা কখনও চুরি করিনি। এমন কোন অপবাদও আমাদের নেই। শুধু ব্যক্তিগত আক্রোশ ও গরুর মালিকদের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে আমাদের হাজার হাজার মানুষের সামনে অপদস্ত করতেই জিন্নাহ আর্মি এ ঘটনা ঘটিয়েছে।
×