ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন কোবিন্দ

প্রকাশিত: ২০:২৩, ২৫ জুলাই ২০১৭

ভারতের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন কোবিন্দ

অনলাইন ডেস্ক ॥ শপথ অনুষ্ঠানেই দেশের ঐক্যের কথা স্মরণ করিয়ে দিলেন চতুদর্শ রাষ্ট্রপতি। জানালেন, দেশে অনেক ধর্ম, জাতির মানুষ বাস করেন। কিন্তু, তাঁদের মধ্যে ঐক্য তৈরি করাই হবে তাঁর অন্যতম উদ্দেশ্য। মঙ্গলবার দেশের চতুদর্শ রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ। মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে তাঁকে শপথ বাক্যপাঠ করান দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন। এ ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা। গোটা অনুষ্ঠান শেষ হলে নতুন রাষ্ট্রপতি যাত্রা করেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে। সেখানে তাঁকে দেওয়া হবে গার্ড অব অনার। এর পর সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চলে যাবেন তাঁর নতুন ঠিকানা ১০, রাজাজি মার্গের দিকে। রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার আগে কোবিন্দ রাজঘাটে গিয়ে মোহনদাস কর্মচাঁদ গাঁধীর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তার পর যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে তাঁকে স্বাগত জানান বিদায়ী রাষ্ট্রপতি। তার পর তাঁরা একসঙ্গে রওনা দেন সংসদ ভবনের দিকে। সূত্রা : আনন্দবাজার পত্রিকা
×