ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ কলেজ নিয়ে ঢাবির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপত্তি

প্রকাশিত: ০৭:৫৮, ২৪ জুলাই ২০১৭

৭ কলেজ নিয়ে ঢাবির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপত্তি

স্টাফ রিপোর্টার ॥ সাত কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্যে আপত্তি জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয় রবিবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাবি কর্তৃপক্ষ সঠিক কথা বলেনি, সব ধরনের সহযোগিতা দেয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মতামত তুলে ধরে বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হওয়া সাতটি সরকারী কলেজ সম্বন্ধে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনরূপ বক্তব্য বা মন্তব্য না করার নীতি এ পর্যন্ত অনুসরণ করে আসছিল। কিন্তু কয়েকদিন ধরে এসব কলেজের শিক্ষার্থীদের ঢাবির কাছে তাদের বিভিন্ন বর্ষের পরীক্ষার রুটিন ঘোষণার দাবিতে আন্দোলন এবং তাকে কেন্দ্র করে ওই বিশ^বিদ্যালয়ের উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর পত্র-পত্রিকা, টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে যুক্ত করে যেসব অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য রেখে চলেছেন, এ অবস্থায় প্রকৃত তথ্য সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে তুলে ধরে নিজেদের অবস্থান পরিষ্কার ও বিভ্রান্তি নিরসন জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুদায়িত্ব বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে শিক্ষার্থীদের চাপ কমানোর লক্ষ্যে ২০১৪ সাল থেকে সরকার ঢাকা শহরের সরকারী কলেজগুলোকে ঢাকা বিশ^বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করার চিন্তাভাবনা করে। তখন থেকেই এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান ছিল ‘শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে’ সরকার যে ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় বিশ^বিদ্যালয় তা শুধু সমর্থনই নয়, বাস্তবায়নেও সর্বাত্মক সহযোগিতা করবে। এটি কার্যকর করার প্রক্রিয়ার সঙ্গে নানা জটিলতা, প্রস্তুতি নিহিত থাকায় তখন থেকে এ সম্বন্ধে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি পর্যায়ে বহু সভা, কমিটি গঠন ইত্যাদি হয়। কিন্তু ঢাবি ভিসির উপর্যুপরি তাগিদ ও সরকারের নীতিগত সিদ্ধান্তের ধারাবাহিকতায় চলতি বছরের ১৬ জানুয়ারি তার (ঢাবি উপাচার্য) সভাপতিত্বে সাত কলেজের অধ্যক্ষের সভায় ‘৭ কলেজ এখন থেকে ঢাবির সঙ্গে অধিভুক্ত হলো’ মর্মে সিদ্ধান্ত হয় (যদিও সংসদ কর্তৃক প্রণীত জাতীয় বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ তখনও বহাল এবং এখন পর্যন্ত কোন সংশোধন করা হয়নি)। অতএব ‘হঠাৎ করে সাতটি কলেজের দায়িত্ব আমাদের ওপর দেয়ায় অনেকটা চাপ অনুভূত হচ্ছে’Ñ ঢাবি উপাচার্যের এ বক্তব্যও তথ্যভিত্তিক নয়।
×