ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবাইকে দেশব্যাপী ছড়িয়ে পড়ে সরকারকে সরাতে হবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:৩৩, ২৮ মে ২০১৭

সবাইকে দেশব্যাপী ছড়িয়ে পড়ে সরকারকে সরাতে হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপিকে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার চরম আতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশির প্রতিবাদে যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সরকারকে সরাতে হবে। এজন্য সবাইকে দেশব্যাপী ছড়িয়ে পড়তে হবে। বর্তমান সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে বাধ্য করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। আন্দোলন করে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ ঘোষণা করায় আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। তাই অনেকেই এখন সন্দেহ পোষণ করছেন, আওয়ামী লীগ নেতারা সুস্থ আছেন কী না। মির্জা ফখরুল বলেন, জনগণকে বোকা বানানোর জন্য অর্থনৈতিক উন্নয়ন নিয়ে সরকার ভুল পরিসংখ্যান দিচ্ছে। সরকারের কথায় মনে হয়, দেশ উচ্চমধ্যম আয়ের দেশ হয়ে গেছে, দেশে উন্নয়নের লহরি বয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে রেমিটেন্স কমে যাচ্ছে। রফতানি আয় কমে যাচ্ছে। রোজা সামনে রেখে প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার নিজেদের স্বার্থে ব্যবহার করছে। অথচ এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শাসনে যারা আছেন তারা জনগণের করের টাকায় বেতন পান। তাই যারা জনগণের করের টাকায় বেতন নিয়ে তাদের ওপর নির্যাতন করছেন তাদের একদিন জবাবদিহি করতে হবে। কাজেই যে সমস্ত উচ্চাভিলাষী সরকারী কর্মকর্তারা মনে করছেন এই সরকারই চিরস্থায়ী বন্দোবস্ত, তাদের এ জন্য খেসারত দিতে হবে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তার জবাব সরকারকে দিতে হবে। যুবদল সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুবদল ঢাকা মহানগর (উত্তর) সভাপতি এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি রফিকুল ইসলাম মজনু প্রমুখ। রোজায় খালেদা জিয়ার চার ইফতার মাহফিল প্রতিবছরের ন্যায় এবারও রমজান মাসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চারটি ইফতার মাহফিলের আয়োজন করছেন। রোজায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চারটি ইফতার মাহফিলের আয়োজন করেছেন। এর মধ্যে আজ রবিবার রোজার প্রথম দিন রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে আলেম, ওলামা ও এতিমদের সঙ্গে ইফতার করবেন তিনি। এ ছাড়া ২৯ মে গুলশানে হোটেল ওয়েস্টিনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, ৪ জুন পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সঙ্গে ইফতার এবং ৫ জুন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার মাহফিল করবেন বসুন্ধরা কনভেশন সেন্টার নবযাত্রায়।
×