ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাঙ্গামাটিতে স্কুল ব্যাংকিংবিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:২২, ৭ মে ২০১৭

রাঙ্গামাটিতে স্কুল ব্যাংকিংবিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ স্কুলপড়–য়া শিক্ষার্থীদের মাঝে সঞ্চয় মনোভাব সৃষ্টি এবং ব্যাংকিং কার্যক্রমে তাদের সম্পৃক্তকরণের লক্ষ্যে রাঙ্গামাটিতে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা মাত্র ১০ টাকা দিয়ে এ স্কুল ব্যাংক হিসাব খুলতে পারবে। শনিবার রাঙ্গামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে স্কুল ব্যাংকিংবিষয়ক এক কনফারেন্সে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ হুমায়ূন কবির কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক। আদিল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিংবিষয়ক কনফারেন্সে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আবুল বাশার, ডিজিএম মোঃ রেজাউল করিম সরকার, ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম সেলিম উদ্দিন, মার্কেন্টাইল ব্যাংকের রাঙ্গামাটির ব্যবস্থাপক রনজিৎ বাহাদুর রায়। বাজারে উঠতে শুরু করেছে নতুন চাল অর্থনৈতিক রিপোর্টার ॥ নওগাঁর বাজারে আসতে শুরু করেছে নতুন চাল। যদিও ব্যবসায়ীরা বলছেন, পুরনো চালের দামেই বিক্রি করতে হচ্ছে নতুন চাল। এ জন্য আগাম বন্যায় ফসলহানিকে দায়ী করছেন মিলাররা। এ অবস্থায় সরকারের চাল সংগ্রহ অভিযান কতটুকু সফল হবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। নওগাঁর বাজারে উঠতে শুরু করেছে মিনিকেট, জিরাশাইলসহ চিকন জাতের নতুন চাল। গেল বছর এ সময়ে নতুন চাল বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩৫ টাকায়। কিন্তু, এখন সেখানে গুণতে হচ্ছে ৪৩ টাকা। মিলারদের দাবি, বন্যায় ফসলহানির কারণে ধানের পর্যাপ্ত সরবরাহ নেই। ফলে বেড়েছে চালের দাম। এ অবস্থায় সরকারের চাল সংগ্রহ অভিযান কতটুকু সফল হবে, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। শেভরনের মালিকানা বিক্রির সিদ্ধান্তে ক্ষুব্ধ সরকার অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারকে না জানিয়ে শেভরনের মালিকানা বিক্রির সিদ্ধান্তে ক্ষুব্ধ জ্বালানি মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, উৎপাদন অংশীদারিত্ব চুক্তি অনুযায়ী মালিকানা বদলের আগে অবশ্যই অনুমোদন জরুরী। তা না করায় শেভরনের বিরুদ্ধে আইনী পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর বিশ্লেষকরা বলছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সরকারকে চরম অপমান করেছে মার্কিন ওই কোম্পানি। বাংলাদেশে কয়লা রফতানি করতে এ বছরই চুক্তি অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে কয়লা রফতানি করতে এ বছরের মধ্যেই চুক্তি সম্পাদনের আশায় রয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলনকারী প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়ার হাতে থাকা ৬ কোটি ৯০ লাখ টন কয়লা দ্রুত শেষ করতেই দক্ষিণ এশিয়ার দেশের দিকে তাকিয়ে ভারত। বাংলাদেশে কয়লা রফতানির সম্ভাব্যতা যাচাইয়ে গত বছর একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছিল কোল ইন্ডিয়া। চুক্তি হয়ে গেলে এ বিষয়ে সংশোধনী আনা হবে।
×