ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষ ॥ নারীসহ আহত ১৫

প্রকাশিত: ১৭:৪৯, ২৯ এপ্রিল ২০১৭

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষ ॥ নারীসহ আহত ১৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে বাড়ির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে। রাত সাড়ে ১২ এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই মামলা করতে থানায় আসেনি বলে পরিদর্শক (তদন্ত) জানায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে উপজেলার মোল্লারচর গ্রামের আজগর আলীর বাড়ির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী আলম মিয়ার পক্ষের ইব্রাহিমের সঙ্গে আজগর আলীর পক্ষের রোবেলের বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরে উভয় পরিবারের লোকজন দা, ছুরি ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর হোসেন, আজগর আলী, খোদেজা বেগম, রিনা আক্তার, কাউসার, সুলতানা বেগম,রোবেল, ইব্রাহীম, হেলেনা আক্তার, আলম মিয়া,সাফিয়া বেগম ও জাকির হোসেনকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিউল আযম জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’টি পক্ষের মধ্যে সংঘের্ষর ঘটনা ঘটেছে। এতে একজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে রাত সাড়ে ১২ টা পর্যন্ত কোন পক্ষই মামলা দিতে থানায় আসেনি।
×