ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:২৪, ২৭ এপ্রিল ২০১৭

চাঁদপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৬ এপ্রিল ॥ সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামে সম্পত্তিগত বিরোধে সফিক গাজী (২৫) নামে যুবককে পিটিয়ে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদ- এবং প্রত্যেককে আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। বুধবার বেলা ২টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ মোঃ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন। নিহত যুবক সফিক গাজী সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের দক্ষিণ রাঘুনাথপুর গ্রামের খোকন গাজীর ছেলে। সে পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেনÑ রঘনুথাপুর গ্রামের পার্শ্ববর্তী উত্তর বালিয়া গ্রামের কলিমুল্লাহ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন মিজি (৪৮), নুর হোসেন মিজির ছেলে মজিবুর হোসেন মিজি (৪২) ও নাজির মিজি (৩৫), বাবুল মিজি (৩২) মজিদ মিজি (৪০)। এদের মধ্যে নাজির মিজি পলাতক রয়েছে। জানা যায়, ২০১১ সালের ২৩ ডিসেম্বর উত্তর বালিয়া গ্রামে ফরিদ খোকনের বাড়িতে তার চাচা ইয়াকবু ও একই বাড়ির দেলোয়ার মিজির সঙ্গে সম্পত্তিগত বিরোধে জগড়া ও মারামারি সৃষ্টি হয়। এ সময় নিহত সফিক গাজী তাদের থামাতে গিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে পর দিন ২৪ ডিসেম্বর সফিকের মৃত্যু হয়। কালবৈশাখী ঝড়ে নিহত এক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে এক পোল্ট্রি খামারি নিহত হয়েছে। এছাড়াও জেলার বিভিন্নস্থানে অন্তত আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের নাম আশরাফ উদ্দিন বেপারী (৩৪)। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, কালীগঞ্জ উপজেলার আজমতপুর (পূর্বপাড়া) গ্রামের আশরাফ উদ্দিন বেপারী মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে বাড়ির পাশে নিজ পোল্ট্রি খামারে কাজ করছিল। এ সময় একটি গাছ খামারের ওপর পড়লে আশরাফ গাছ ও সেডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে তার মা অক্ষত অবস্থায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান। শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব ইয়াদ আলী খান। লিখিত বক্তব্যে তিনি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ, ৫% প্রবৃদ্ধি, আগামী বাজেটে অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, আগামী ঈদে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান। আগামী ১৮ মে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি সৈয়দ জুলফিকার আলম চৌধুরী, সহ-সভাপতি ড. মমতাজ খানম, অতিরিক্ত মহাসচিব ফরিদুল ইসলাম, যুগ্ম মহাসচিব শরিফুল আলম, আঃ কুদ্দুস, ফজলুর রহমান প্রমুখ। -বিজ্ঞপ্তি
×