ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ

প্রকাশিত: ০১:২৪, ২৬ এপ্রিল ২০১৭

বাকৃবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ

বাকৃবি সংবাদদাতা ॥ সরকারী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের মাসব্যাপী বুনয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধন করেন বাকৃবি’র প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ জসিমউদ্দিন খান। জিটিআই’র পরিচালক অধ্যাপক ড. এম. মোজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডীন অধ্যাপক মোঃ আবদুর রশীদ, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আব্দুল কুদ্দুছ, প্রোক্টর অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেন প্রমূখ। প্রশিক্ষণ কোর্সে ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৩ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে প্রশিক্ষণ বাস্তবায়ন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট।
×