ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সশস্ত্র বাহিনী বিভাগ ও সৌদি দূতাবাসের উদ্যোগে দিনব্যাপী ভিসাংমলা

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ এপ্রিল ২০১৭

সশস্ত্র বাহিনী বিভাগ ও সৌদি দূতাবাসের উদ্যোগে দিনব্যাপী ভিসাংমলা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ এবং ঢাকার সৌদি দূতাবাসের যৌথ উদ্যোগে শনিবার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে কেএসএ ওমরা ভিসা ফেয়ার-১৭ অনুষ্ঠিত হয়। চাকরিরত ও অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যগণ এবং তাদের পরিবারবর্গের পবিত্র ওমরা পালনের জন্য ভিসা প্রক্রিয়ায় সহায়তা প্রদানের লক্ষ্যে এ ভিসা মেলার আয়োজন করা হয়। ওমরা পালনের আগ্রহী কর্মকর্তাগণ এবং তাদের পরিবারবর্গের উপস্থিতিতে দিনব্যাপী এই ভিসা মেলার যৌথভাবে উদ্বোধন করেন সৌদি দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আলমুতাইরি এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মোঃ মাহফুজুর রহমান। সৌদি দূতাবাসের রাষ্ট্রদূত এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার তাদের বক্তব্যে সৌদি আরব এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার নিদর্শন হিসেবে এই ওমরা ভিসা মেলার আয়োজন করা হয় বলে মত প্রকাশ করেন। -বিজ্ঞপ্তি অস্ট্রেলিয়ার কার্টিন ভার্সিটিতে বৈশাখ উদযাপন অস্ট্রেলিয়ার পার্থের কার্টিন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বৈশাখী উৎসব। বাংলাদেশী স্টুডেন্টস এ্যাসোসিয়েশন আয়োজিত কার্টিন ইউনিভার্সিটির ওয়েস্ফার্মের কোর্টে অনুষ্ঠিত এ মনোজ্ঞ পহেলা বৈশাখ উৎসবে যোগ দেয় চার শতাধিক দর্শক। যাদের মধ্যে ছিলেনÑ কার্টিনের বাংলাদেশী ও অন্যান্য বিভিন্ন দেশীয় শিক্ষক-শিক্ষার্থী এবং পার্থে বসবাসরত বাঙালীরা। ইয়াসিনের নেতৃত্বে ‘এসো হে বৈশাখ’ গান দিয়ে শুরু হয় এ বর্ষবরণ উৎসব। পরবর্তী সময়ে গান, নাচ ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশের ছয় ঋতুর বৈচিত্রময় ছবি। এপর্বে অংশগ্রহণ করে প্রিয়াঙ্কা, প্রাজনা, সাথী, শ্রেয়া, আদৃতা, মানা, দোয়েল সিঁথি ও লিমা। -বিজ্ঞপ্তি ভয়হীন শৈশব ইরাকী সেনাবাহিনী পশ্চিম মসুল পুনর্দখলে আইএস জঙ্গীদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে যুদ্ধের ভয়াবহতা উপেক্ষা করে সেখানে শুক্রবার এই শিশুটিকে তার স্বভাবসুলভ ভঙ্গিতে দড়ি নিয়ে খেলতে দেখা যায়। -এএফপি গরম থেকে বাঁচতে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যে কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে। রাজ্যের রাজধানী হায়দরাবাদের নেহেরু জুওলজিক্যাল পার্কে শুক্রবার এই পশু পরিচর্যাকারী একটি কচ্ছপকে উত্তাপ থেকে রক্ষা করতে তার শরীর নরম বস্তা দিয়ে ঢেকে দেন। -এএফপি
×