ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান

প্রকাশিত: ০৪:৫১, ১২ এপ্রিল ২০১৭

নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান

(পূর্ব প্রকাশের পর) ৩১। কেপলার কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা কয়টি গাণিতিক সূত্রের সাহায্যে ব্যাখ্যা দেন? উত্তর: ৩টি ৩২। কেপলারের সাফল্যের মূল ভিত্তি কী? উত্তর: কেপলার প্রচলিত বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথ কল্পনা করেন। ৩৩। কার পর্যবেক্ষণ লব্ধ তথ্যের দ্বারা কেপলার গ্রহদের গতিপথ সম্পর্কে তার গাণিতিক সূত্রগুলোর সত্যতা যাচাই করেন? উত্তর: কেপলারের গুরু টাইকোব্রাহের ৩৪। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে কোন বিজ্ঞানীর হাতে? উত্তর: ইতালির বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিওর হাতে ৩৫। বৈজ্ঞানিক কর্মের মূল ভিত্তি কী? উত্তর: পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সুশৃঙ্খলভাবে ভৌত রাশির সংজ্ঞা প্রদান ও এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ। ৩৬। পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সুশৃঙ্খলভাবে ভৌত রাশির সংজ্ঞা প্রদান ও এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ বৈজ্ঞানিক কর্মের মূল ভিত্তি Ñ উক্তিটি কার? উত্তর: বিজ্ঞানী গ্যালিলিও ৩৭। সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান ও এদের মধ্যে সম্পর্ক প্রদান করেন কোন বিজ্ঞানী? উত্তর: গ্যালিলিও ৩৮। পতনের নিয়ম আবিষ্কার ও সৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন কে? উত্তর: গ্যালিলিও ৩৯। বলবিদ্যা ও বলবিদ্যার বিখ্যাত তিনটি সূত্র এবং বিশ^জনীন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন কে? উত্তর: নিউটন ৪০। ক্যালকুলাস আবিষ্কার করেন কে? উত্তর: নিউটন ৪১। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? উত্তর: জেমস ওয়াট ৪২। “তড়িৎ প্রবাহের চৌম্বক আছে”Ñ কে দেখান? উত্তর: হ্যান্স ক্রিশ্চিয়ান ৪৩। “আলো এক প্রকার তাড়িত চৌম্বক তরঙ্গ” Ñ কে দেখান? উত্তর: জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ৪৪। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কত সালে তাড়িত চৌম্বক তরঙ্গ আবিষ্কার করেন? উত্তর: ১৮৬৪ সালে ৪৫। প্রথম কোন বাঙ্গালি বিজ্ঞানী তাড়িত চৌম্বক তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি প্রেরণ করতে সক্ষম হন? উত্তর: জগদীশ চন্দ্র বসু ৪৬। কত সালে মার্কনী তাড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্সকোডে সংকেত পাঠানোর ব্যবস্থা করেন? উত্তর: ১৮৯৬ সালে ৪৭। এক্সÑরে আবিষ্কার করেন কে? উত্তর: রনজেন ৪৮। ইউরেনিয়ামের তেজষ্ক্রিয়তা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? উত্তর: বেকেরেল ৪৯। কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক কে? উত্তর: ম্যাক্স প্ল্যাঙ্ক ৫০। আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী? উত্তর: আইনস্টাইন ৫১। পরমাণু বিষয়ক নিউক্লীয় তত্ত্ব প্রদান করেন কে? উত্তর: আর্নেস্ট রাদারফোর্ডের ৫২। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন কে? উত্তর: নীলস বোর ৫৩। সত্যেন্দ্র নাথ বসু কোন বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? উত্তর: ঢাকা বিশ^বিদ্যালযের ৫৪। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের একটি শুদ্ধতার প্রমাণ উপস্থাপন করেন বাংলাদেশের কোন বিজ্ঞানী? উত্তর: প্রফেসর সত্যেন্দ্র নাথ বসু ৫৫। কোন বিজ্ঞানী মোর্সকোডে সংকেত পাঠানোর ব্যবস্থা করেন? উত্তর: মার্কনী ৫৬। কার তত্ত্ব বোস Ñ আইনস্টাইর সংখ্যায়ন নামে পরিচিত? উত্তর: সত্যেন্দ্র নাথ বসুর ৫৭। কী ধরনের কণাকে বোসন বলা হয়? উত্তর: এক শ্রেণির মৌলিক কণাকে ৫৮। এক শ্রেণির মৌলিক কণার নাম বোসন করা হয় কার নামানুসারে? উত্তর: সত্যেন্দ্র নাথ বসুর ৫৯। কোন শতাব্দীতে বিজ্ঞানের অগ্রগতিতে পদার্থবিজ্ঞান গুরুত্বপূর্ণ অবদান রাখছে? উত্তর: বিংশ শতাব্দীতে ৬০। “পরমাণুর অভ্যন্তরের অবস্থা থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস দান”Ñ এগুলো কোন নীতি থেকে পাওয়া যায়? উত্তর: শক্তির সংরক্ষণশীলতা নীতি
×