ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভালুকায় বৃষ্টিতে তলিয়ে গেছে দু’হাজার একর বোরো

প্রকাশিত: ০৬:২৪, ৩১ মার্চ ২০১৭

ভালুকায় বৃষ্টিতে তলিয়ে গেছে দু’হাজার একর বোরো

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৩০ মার্চ ॥ ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে অতি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে প্রায় দুই হাজার একর আবাদকৃত বোরো ফসল। এতে প্রায় দের লাখ মণ ধানের ক্ষতি হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। জলাবদ্ধতায় ধানের জমি তলিয়ে যাওয়ায় ওই এলাকার প্রায় ১২শ’ কৃষক দিশেহারা হয়ে পরেছে। জানা যায়, উপজেলা মেদুয়ারী গ্রামের বগাজান, সোয়াইল, পানিবান্দা গ্রামের সাজুকুরী, নূরুঙ্গী, হাতিয়া হেয়ালমারীসহ মোট ১৫ বিলের প্রায় দুই হাজার একর ইরি বোরো ধানের আবাদকৃত ফসল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কৃষক শাহজাহান খান জানায়, পানি নিষ্কাশনের একমাত্র পথ বাকা নদী বরাট হওয়ার কারণে আমাদের এলাকায় এ জলাবদ্ধতা। কৃষক আবুল হোসেন জানান, নিঝুরী ও বগাজান খালের পানি বাকা নদী হয়ে খিরু নদীতে না যেতে পেরে ফসলী জমিতে ওঠার কারণে আমাদের এলাকায় এ জলাবদ্ধতা। মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী বলেন, এলাকার কৃষকরা একমাত্র এই ফসলের উপর নির্ভরশীল। এলাকাবাসীর দাবি অতি দ্রুত বাকা নদীটি খনন করার মাধ্যমে ভবিষ্যতে এই এলাকার কৃষকগণকে রক্ষা করা যাবে। পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩০ মার্চ ॥ পুকুরে পড়ে ডুবে যাওয়া পাঁচ বছরের ভাই আব্দুল্লাহকে বাঁচাতে গিয়ে মারা গেছে সাত বছরের বোন মিষ্টিমনি তমা। দুই ভাই-বোনের এমন মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বালিয়াতলী ইউনিয়নের ঢোষ এলাকায় বিয়োগান্তক ঘটনাটি ঘটে। নিহতরা ডালবুগঞ্জ ইউনিয়নের ডালবুগঞ্জ গ্রামের আক্কাস শিকদারের সন্তান। নানা আব্দুল মন্নান দফাদার বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসে ওই দুই শিশু। বুধবার বিকেলে আবুদুল্লাহ খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় ভাইকে উদ্ধার করতে গিয়ে বোন মিষ্টি মনি তমাও পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে তাদেরকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
×