ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে সোয়াত, অভিযান যেকোন সময়

প্রকাশিত: ০১:৫৯, ২৪ মার্চ ২০১৭

জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে সোয়াত, অভিযান যেকোন সময়

জনকণ্ঠ রিপোর্ট ॥ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় ‘জঙ্গি আস্তানা’ চারিদিকে সোয়াট ও বোমা নিষ্ক্রিয়করণ দল অবস্থান নিয়েছে। যেকোনো মুহূর্তে তারা অভিযান শুরু করবে। শুক্রবার বিকেল ৪টার দিকে তারা অবস্থান নেয়। এদিকে, সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে রেখেছে সোয়াট টিমের সদস্যরা। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা। তিনি বলেন, সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা রাতের যে কোনও সময় অভিযান শুরু করবো। শুক্রবার বিকালে ঢাকা থেকে সোয়াট টিম সিলেটে পৌঁছায়। তাদের সঙ্গে আছে বোম ডিসপোজাল ইউনিট। এদিকে আতিয়া মহলের আশপাশের সব বাড়ি থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে ওই ভবন থেকে জঙ্গিদের বের হয়ে আত্মসমর্পণ করতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত তাতে সাড়া মেলেনি। বরং পুলিশের আহ্বানের জবাবে ওই ভবনের ভেতর থেকে এক নারীকে চিৎকার করে বলতে শোনা গেছে— ‘আমরা আল্লাহর পথে আছি, আর পুলিশ শয়তানের পথে আছে।’ বাড়িতে তল্লাশির সময় নিচ তলা থেকে পুলিশ ও র্যাবকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয় বলে জানান সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার রোকনউদ্দীন। বাড়ির মালিক উস্তার মিয়ার ছেলে রিপন জানান, জানুয়ারি মাসে স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন ওই বাসার নিচতলায় ওঠেন। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন বলে জানান তারা। ঘটনাস্থলে রয়েছেন সিলেট মেট্রোপলিটান পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। তিনি জানান, ভেতরে নারীসহ দুইজনের বেশি জঙ্গি রয়েছে।
×