ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে কিশোর বিল্লাল হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:১১, ১০ মার্চ ২০১৭

শেরপুরে কিশোর বিল্লাল হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৯ মার্চ ॥ কিশোর বিল্লাল হত্যা মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ- প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন ওই দ-াদেশ প্রদান করেন। দ-প্রাপ্তরা হচ্ছে সদর উপজেলার শেরিঘাট এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ছানুয়ার হোসেন ওরফে মান্নান, একই এলাকার শাহাদত হোসেনের ছেলে বিশু ও ঝিনাইগাতী উপজেলার গিলাগাছা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে নুর হোসেন। দ-িতদের মধ্যে আসামি ছানোয়ার হোসেন পলাতক রয়েছে। উল্লেখ্য, শেরপুর শহরের নবীনগর এলাকার মকবুল হোসেনের ছেলে কিশোর বিল্লাল হোসেনের সঙ্গে দ-িত আসামি মান্নান (১৫), বিশু (১৪) ও নুর হোসেনের (১৬) একটি চুরির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরে ২০১১ সালের ২৩ মে রাতে শহরের শেরিঘাট ব্রিজের নিচে ডেকে নিয়ে তারা বিল্লালকে নৃশংসভাবে হত্যা করে। এরপর হাত-পা বেঁধে গুম করার উদ্দেশ্যে একটি চোরাই ট্রাংকের ভেতর বিল্লালের লাশ ঢুকিয়ে ট্রাংকটি নদীতে ভাসিয়ে দেয়। পরদিন সকালে স্থানীয় ভাটারাঘাট ঈদগাহ মাঠসংলগ্ন নদীতে জেলেদের জালে আটকা পড়ে ট্রাংকটি। বেতাগায় উচ্চশিক্ষায় বৃত্তিপ্রদান স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটের বেতাগায় উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় শিক্ষানুরাগী ডাঃ আবু তালেব, হৃদয় রঞ্জন দাশ, এসএম আমজাদ হোসেন, আব্দুল জব্বার মোল্লা, নগেন্দ্রনাথ দাশ, কেশবলাল দাশ, ড. সুবোধ কুমার দাশ ও শেখ হেলাল উদ্দীন বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার। উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ডিডিএলজি শফিকুল ইসলাম, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, অধ্যক্ষ বটুগোপাল দাশ প্রমুখ। ভিক্ষুক মুক্তকরণ সমাবেশ নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ সোমবার সকালে কেশবপুরে ভিক্ষুক মুক্তকরণ ও পুনর্বাসন কর্মসূচী চালু করা হয়েছে। স্থানীয় সাদেক অডিটোরিয়ামে উপজেলার সব ভিক্ষুকদের নিয়ে আয়োজিত সমাবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এ কর্মসূচীর উদ্বোধন করেন এবং এক শ’ ভিক্ষুকের পুনর্বাসনের জন্য বিভিন্ন উপকরণ প্রদান করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর, উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, ইউপি চেয়ারম্যান আবু বক্কর আবু প্রমুখ।
×