ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে ডাকাতের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:৩৭, ২০ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুরে ডাকাতের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, হত্যা মামলায় ডাকাতদলের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদ- দেয়া হয়। রবিবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামি হলো- সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার কঁাঁঠালবাড়ি ভোগরা বাজার এলাকার রুবেল শামা (২৬)। বগুড়ায় মুক্তিযুদ্ধ সময়ের অস্ত্র, গুলি, গ্রেনেড উদ্ধার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া সদরের গোকুলের বড় ধাওয়াকোলা গ্রামে মাটির নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও হ্যান্ডগ্রেনেড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এগুলো মুক্তিযুদ্ধ সময়ের হতে পারে। রবিবার সকাল ১১টার দিকে ওই গ্রামের আশিক আলী খানের নির্মাণাধীন নতুন বাড়ির স্যানিটেশনের সেপটিক ট্যাঙ্ক নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিল। প্রায় দুই ফুট মাটি খোঁড়ার পর পাওয়া যায় ৩টি সাব-মেশিন গান, ৬টি গ্রেনেড, লাইট মেশিন গানের ১০টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি। পরে পুলিশে খবর দিলে তা উদ্ধার করে থানায় রাখা হয়। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান গুলি, গ্রেনেড ও অস্ত্র দেখে ধারণা করা হচ্ছেÑ এগুলো মুক্তিযুদ্ধ সময়ের। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় বগুড়ার উত্তরের গোকুল এলাকা মুক্তিযুদ্ধের রণাঙ্গন ছিল।
×