ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, ইনজুরিতে ব্রাজিলিয়ান তারকা জেসুস, সিটি ছাড়ার গুঞ্জন এ্যাগুয়েরোর!

বোর্নমাউথকে হারিয়ে দুইয়ে ম্যানসিটি

প্রকাশিত: ০৫:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

বোর্নমাউথকে হারিয়ে দুইয়ে ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। সোমবার রাতে এ্যাওয়ে ম্যাচে সিটির হয়ে গোল করেন রাহিম স্টার্লিং। অপর গোলটি আসে স্বাগতিক ডিফে-ার টিরোঙ্গে মিঙ্গসের আত্মঘাতীর সৌজন্যে। দারুণ এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানসিটি। তাদের পয়েন্ট ২৫ ম্যাচে ৫২। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৬০। ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল। ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লিভারপুল। ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪৮। বোর্নমাউথের ডেরা গোল্ডস্যান্ডস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই অবশ্য বিপাকে পড়ে অতিথি সিটি। ইপিএলে নতুন জীবনের শুরুতেই প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। কোচ পেপ গার্ডিওলাকে স্বস্তি দিতে দুই ম্যাচেই করেন তিন গোল। কিন্তু ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে এসেই ঝড় থামিয়ে দিতে হয় তাকে। ইনজুরি আক্রান্ত হয়ে ম্যাচের ১৫ মিনিটেই উঠে যেতে হয় আগামীর তারকা বনে যাওয়া জেসুসকে। তার চোটে পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন নিদারুণ মন্দ সময়ের মধ্যে থাকা সার্জিও এ্যাগুয়েরো। মাঠে নেমে দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করেন আর্জেন্টাইন তারকা। ম্যাচের ১৯ মিনিটে গোলের প্রথম সুযোগ সৃষ্টি করে স্বাগতিক বোর্নমাউথ। সিটি ডিফেন্ডারদের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে শট নিয়েছিলেন জর্ডন ইবে। তবে আর্জেন্টাইন গোলকিপার উইলি ক্যাবারেলোর সøাইডিং ট্যাকলে ভাগ্যাহত হতে হয় তাকে। এর ঠিক ১০ মিনিট বাদে লিড পায় অতিথিরা। ডেভিড সিলভার ক্রস ক্লিয়ার করতে গিয়ে রহিম স্টার্লিংয়ের পায়ে বল দিয়ে দেন কুক। আর তা থেকে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করে ম্যানসিটি। ৬৯ মিনিটে রহিম স্টার্লিংয়ে বাইলাইন ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন টিরোঙ্গে মিঙ্গস। বাকি সময়ে আর গোল না হলে দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। ম্যাচ শেষে দলের পারফর্মেন্স সন্তোষ প্রকাশ করেন সিটি কোচ পেপ গার্ডিওলা। তিনি বলেন, আমরা সত্যিকার অর্থেই দারুণ খেলেছি। আমি খুব খুশি। বিশেষ করে ম্যাচের শেষ ১০/১৫ মিনিট ছেলেরা অসাধারণ খেলেছে। ওদের ফিরে আসার সুযোগ দেয়নি। এ সময় নিজেদের মধ্যেই বলের দখল রেখেছিল ছেলেরা। এটা অনেক গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় মুহূর্তে আমরা গোলও আদায় করে নিয়েছি। এমন পারফর্মেন্স অনেক গুরুত্বপূর্ণ। বোর্নমাউথ কোচ ইডি হাউয়েও সিটির প্রশংসা করেন। ম্যাচ শেষে তিনি বলেন, সিটি অসাধারণ খেলেছে। তারা ম্যাচটি নিয়ন্ত্রণ করে খেলেছে। আমাদের খুব একটা সুযোগই দেয়নি। আমরা চেষ্টা করেছিলাম ফিরে আসতে। জয়ের লক্ষ্য নিয়েই খেলেছে ছেলেরা। কিন্তু বাস্তবতা হচ্ছে, সেটা সম্ভব হয়নি। এদিকে জোর গুঞ্জন, সিটি ছেড়ে চলে যেতে পারেন এ্যাগুয়েরো। কেননা জেসুসের আগমনে নাকি ক্রমশই সিটির একাদশে ব্রাত্য হয়ে পড়ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পরশু তিনি মাঠে নামতে পারলেও সেটা ওই জেসুসেরই ইনজুরির বদৌলতে। কোচ গার্ডিওলার কথাবার্তাতেও মনে হচ্ছে, তিনি এ্যাগুয়েরোকে নিয়ে মাথা ঘামাচ্ছেন না। এক সাক্ষাতকারে গার্ডিওলা বলেন, মৌসুম শেষে কি হবে সেটা আসলে আমি এখন বলতে পারব না। আমি চাই সে (এ্যাগুয়েরো) থাকুক, কিন্তু আমি জানি না কি হবে। আমি যখন নিজে খেলোয়াড় ছিলাম, তখনও কিন্তু জানতাম না মৌসুম শেষে আমার কি হবে। শোনা যাচ্ছে, গার্ডিওলার একাদশে জায়গা হারানো এ্যাগুয়েরোকে নিতে আগ্রহী ফরাসী চ্যাম্পিয়ন পিএসজি। সিটির কোচের কথাতেও কিন্তু তেমন সুর। বলেন, আমি যতবার এ্যাগুয়েরোর সঙ্গে কথা বলেছি, সবকিছু পরিষ্কার করেই বলেছি। আমি তাকে বিক্রি করতে চাই না। তবে ছেড়ে যেতে চাইলে সেটা তার ব্যাপার। এখন যে অবস্থা, তাতে একাদশে খেলার সুযোগ না পেলে এ্যাগুয়েরো হয়ত সিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিতেও পারেন।
×