ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১

গুগলের বড় চমক -নতুন ফোনে একবারেই ডাউনলোড হবে সব অ্যাপ

আইটি ডেস্ক

প্রকাশিত: ২০:১৮, ১০ মে ২০২৪

গুগলের বড় চমক -নতুন ফোনে একবারেই ডাউনলোড হবে সব অ্যাপ

.

প্রায়ই দেখা যায়, নতুন স্মার্টফোন কেনার সময় ফোনে অনেক অ্যাপ ডাউনলোড করতে হয় বারবার। কিন্তু গুগল একটি নতুন ফিচার চালু করেছে, যা ইউজারদের একসঙ্গে সব অ্যাপ ডাউনলোড করতে পারবে। এটির সাহায্যে, আপনাকে বারবার অ্যাপটি অনুসন্ধান এবং ডাউনলোড করতে হবে না। এতে আপনার অনেক সময় বাঁচবে। একটি রিপোর্ট অনুযায়ী, সর্বশেষ আপডেটের পর ইউজাররা তাদের পছন্দের সব অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। নতুন ফিচারটি অ্যানড্রোয়েড-১৪ সেরা ডিভাইসগুলোতে রোল আউট শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, একসঙ্গে সর্বোচ্চ ২টি অ্যাপ ডাউনলোড করা হবে। তবে আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে।

এছাড়াও, বাকি অ্যাপগুলো মুলতবি তালিকায় থাকবে। ২টি অ্যাপ ডাউনলোড হয়ে গেলে, বাকি অ্যাপগুলো স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হতে থাকবে। ইউজারদের গুগল দ্বারা দুটি বিকল্প দেওয়া হবে। একটি বিকল্প আপনাকে একবারে একাধিক অ্যাপ নির্বাচন এবং ডাউনলোড করার বিকল্প দেবে। এর বাইরে একের পর এক অ্যাপ ডাউনলোড করতে পারবেন ইউজাররা। এইভাবে ইউজাররা এই দুটি বিকল্পের মধ্যে একটি নির্বাচন করতে সক্ষম হবেন। এটি লক্ষণীয় যে গুগল প্লে স্টোর থেকে একাধিক অ্যাপ ডাউনলোডের সুবিধা ইনস্টলেশনের সময় প্রযোজ্য। তবে একই সঙ্গে অ্যাপ আপডেট করার সুবিধা দেওয়া হয়নি। ছাড়া দুটি অভিন্ন অ্যাপ ডাউনলোড করা যাবে না।

গুগল প্লে হলো গুগল পরিচালিত একটি ডিজিটাল পরিষেবা। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলমান শংসাপত্রপ্রাপ্ত ডিভাইসের অফিসিয়াল অ্যাপ স্টোর হিসেবে কাজ করে, যা ইউজারদের অ্যান্ড্রয়েড সফটওয়্যার উন্নয়ন কিট (এসডিকে) দিয়ে তৈরি এবং গুগলের মাধ্যমে প্রকাশিত অ্যাপ্লিকেশনগুলো ব্রাউজ এবং ডাউনলোড করার সুবিধা প্রদান করে। গুগল প্লে একটি ডিজিটাল মিডিয়া স্টোর হিসেবে কাজ করে। গুগল লিমিটেড লায়াবেলিটি কোম্পানি ইন্টারনেটভিত্তিক সেবা পণ্যে বিশেষায়িত একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ছাত্র থাকাকালীন ল্যারি পেজ সের্গেই ব্রিন ১৯৯৮ সালের সেপ্টেম্বর গুগল নির্মাণ করেন।

আগস্ট ২০১৫ সালে গুগলের বিভিন্ন কার্যক্রম আলফাবেট ইনকরপোরেটেড নামে সমন্বিত করার পরিকল্পনার কথা জানায়। আলফাবেটের প্রধান অধীনস্থ সংগঠন হিসেবে আলফাবেটের ইন্টারনেট কার্যক্রম পরিচালনা করবে। পুনর্গঠনের শেষ অংশ হিসেবে ল্যারি পেজ সুন্দর পিচাইকে গুগলের সিইও হিসেবে প্রতিস্থাপন করেন।

×