ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন ফের হাজার কোটি ছাড়াল

প্রকাশিত: ০৪:৫১, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

পুঁজিবাজারে লেনদেন ফের হাজার কোটি ছাড়াল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। টানা ৫ দিনের উত্থানে ডিএসইতে লেনদেন আবার হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে এক হাজার ৯৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১২৬ কোটি ৬৬ লাখ টাকা বেশি। রবিবার ডিএসইতে ৯৬৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২৪ পয়েন্টে। দিনটিতে জ্বালানি ও শক্তি খাতের কোম্পানিগুলোর আধিপত্য থাকলেও লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। লেনদেনে সেরা ১০ কোম্পানির তালিকার শীর্ষে থাকা কোম্পানিটি ৪৬ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানি ৩ হাজার ৬৭ বারে ৫০ লাখ ৭১ হাজার ৩২২টি শেয়ার হাতবদল করেছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। কোম্পানির ৫ হাজার ৫৫৬ বারে ১ কোটি ৭৮ লাখ ৩ হাজার ১৭৯টি শেয়ার হাতবদল হয়। যার বাজারমূল্য ৪২ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড ৩ হাজার ২৬৬ বারে ৩৯ কোটি ২৬ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্যাসিফিক ডেনিমস ২৯ কোটি ১ লাখ ১ হাজার টাকা, ডরিন পাওয়ার ২৭ কোটি ৮ লাখ ৩ হাজার টাকা, আরএকে সিরামিক্স ২৬ কোটি ৯১ লাখ ৯৫ হাজার টাকা, আরএসআরএম স্টিল ২৬ কোটি ১৪ লাখ ৫৯ হাজার টাকা, সেন্ট্রাল ফারমাসিউটিক্যালস ২৫ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা, কেয়া কসমেটিক্স ২৩ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকা ও এসিআই ফরমুলেশনস ২০ কোটি ১০ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৩৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : প্যাসিফিক ডেনিমস, বেক্সিমকো ফার্মা, এ্যাপোলো ইস্পাত, বিকন ফার্মা, আরএকে সিরামিক, সেন্ট্রাল ফার্মা, কেয়া কসমেটিকস, লঙ্কা বাংলা ফাইনান্স ও তিতাস গ্যাস।
×