ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ছড়িয়ে আছে দু’শতাধিক বধ্যভূমি

প্রকাশিত: ০৬:৪৮, ২৪ ডিসেম্বর ২০১৬

লক্ষ্মীপুরে ছড়িয়ে আছে দু’শতাধিক বধ্যভূমি

লক্ষ্মীপুর বধ্যভূমির মধ্যে রয়েছে সদর উপজেলার রহমতখালী নদীর মাদাম ব্রিজ পিয়ারাপুর ওয়াপদা ব্রিজ, গণকবর, বাসুরাজার, চন্দ্রগঞ্জ ও রসুলগঞ্জ, আব্দুল্যাপুর দক্ষিণ মজুপুর, শহীদ স্মৃতি একাডেমী ও শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, কাফিলাতলী, রামগঞ্জ উপজেলার থানা সংলগ্ন, রাফুর উপজেলার রায়পুর নতুন বাজার সংলগ্ন ইত্যাদিসহ জেলার বিভিন্ন স্থানে দু’শতাধিক ছড়িয়ে ছিটিয়ে বধ্যভূমি রয়েছে। এগুলোর মধ্যে বাসু বাজার এবং জেলা সদরের গণকবরটি সরকারীভাবে স্বীকৃতি পেয়েছে। বধ্যভূমি রক্ষার জন্য এলাকাবাসী ও মুক্তিযোদ্ধাগণ দীর্ঘদিন থেকে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। তবে এ পর্যন্ত স্বীকৃতি মেলেনি। -মহিউদ্দিন মুরাদ, লক্ষ্মীপুর থেকে
×