ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেরপুরে ৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা ও অস্ত্র উদ্ধারের দাবি

প্রকাশিত: ২০:৩৬, ২৩ ডিসেম্বর ২০১৬

শেরপুরে ৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা ও অস্ত্র উদ্ধারের দাবি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে এবার শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর রুমানের বিরুদ্ধে আচরনবিধি লঙ্ঘনের গুরুতর পাল্টা অভিযোগ তুলেছেন দলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল। আজ শুক্রবার সকালে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ওই অভিযোগ করা হয়। একই সাথে ১৫টি কেন্দ্রের মধ্যে ৭ টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণাসহ অবৈধ অস্ত্র উদ্ধার ও বৈধ অস্ত্র জমা রাখার দাবি জানানো হয়। এছাড়া বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী সভা-সমাবেশে ধর্মীয় ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়া ছাড়াও ফেইসবুকের মাধ্যমে উস্কানি অব্যাহত থাকায় নির্বাচনের প্রাক্কালে বড় ধরনের প্রপাগান্ডা চালানোরও আশঙ্কা করেন আওয়ামী লীগ প্রার্থী। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ খোরশেদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, খন্দকার নজরুল ইসলাম ও ফখরুল মজিদ খোকন, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।
×