ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

প্রকাশিত: ০৬:৩৫, ১৩ ডিসেম্বর ২০১৬

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

(পূর্ব প্রকাশের পর) ১৭. ইঝঞও এর উদ্দেশ্য হলো- র. জাতীয় পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা রর. স্থানীয় পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা ররর. আন্তর্জাতিক পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৮. মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা কোন সংগঠনের? ক) একমালিকানা খ) অংশীদারি গ) যৌথ মূলধনী ঘ) সমবায় ১৯. বাংলাদেশ কৃষি ব্যাংক প্রদত্ত সহায়তা কত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার ২০. বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা কয়টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত? ক) ৮৬টি খ) ৮৭টি গ) ৮৮টি ঘ) ৮৯টি ২১. নিবন্ধনের প্রমাণস্বরূপ নিবন্ধক কী প্রদান করে? ক) সদস্যপদ খ) চাহিদাপত্র গ) সরবরাহপত্র ঘ) অনুমতিপত্র ২২. খাদ্য উৎপাদন ও সংরক্ষণে রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে - র ভোক্তাদের রর. উৎপাদকদের ররর. গণমাধ্যমের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৩. পরিবেশ দূষণ পরিহার করা হলে কাদের প্রতি দায়িত্ব পালন করা হবে? র. সমাজের প্রতি দায়িত্ব রর. স্থানীয় এলাকাবাসীর প্রতি দায়িত্ব ররর. রাষ্ট্রের প্রতি দায়িত্ব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৪. মিসেস রাধিকা তাঁত, এমব্রয়ডারি, বুটিক ইত্যাদি কাজে একটা ক্ষুদ্র শিল্প গড়ে তুলেছেন। তার জন্য কোন ধরনের ঋণ গ্রহণ উত্তম? ক) এনজিও থেকে ঋণ খ) বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ) ঝগঊ ফাউন্ডেশন থেকে ঋণ ঘ) বিসিক থেকে ঋণ ২৫ কোনটি ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ বহির্ভূত? ক) ব্যাংক খ) বিমা গ) মুদ্রাস্ফীতি ঘ) প্রযুক্তি ২৬. কিসের মাধ্যমে আবিষ্কৃত তত্ত্ব ও জ্ঞানকে মানুষের প্রয়োজনমাফিক ব্যবহার করা যায়? ক) বিজ্ঞাপনের মাধ্যমে খ) প্রযুক্তির মাধ্যমে গ) অর্থের মাধ্যমে ঘ) সম্পদের মাধ্যমে ২৭. নিবন্ধকের অফিস থেকে কোন ধরনের নাম স্থির করে সে নামের ছাড়পত্র সংগ্রহ করা হয়? ক) নির্দিষ্ট নাম খ) সম্ভাব্য নাম গ) সুনির্দিষ্ট নাম ঘ) বহুল প্রচলিত নাম ২৮. সমবায়ের আইনের পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করা যায় - র. সমবায় আইনের সংশোধন করে রর. সমবায় আইনের পরিবর্তন করে ররর. সমবায় আইনের পরিবর্ধন করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৯. কর ও রাজস্ব প্রদান না করলে ব্যবসায়ী কোন পক্ষের দায়িত্ব পালনে পিছিয়ে পড়ে? ক) সগোত্রীয় ব্যবসায়ী খ) সরকার গ) ক্রেতা ও ভোক্তা ঘ) বিনিয়োগকারী ৩০ কোনটি বাংলাদেশে ব্যবসায়ক উন্নয়নের গতি মন্থর করে না? ক) উদ্যোক্তার অভাব খ) সুষ্ঠু মূলনীতির অভাব গ) দুর্নীতি ঘ) শিল্পনীতি ৩১. একমালিকানা ব্যবসায়ের মালিকের দায় কীরূপ? ক) সীমিত খ) সসীম গ) অসীম ঘ) পূর্ব নির্ধারিত ৩২ ট্রেডমার্ক আইন, ২০০৯ অনুযায়ী সর্বোচ্চ কত বছর পর্যন্ত নিবন্ধন কার্যকর হয়? ক) ৫ খ) ৭ গ) ১০ ঘ) ৬০ ৩৩. সাপটা চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি সঠিক উত্তর: ১৭. (ক) ১৮. (গ) ১৯. (গ) ২০. (গ) ২১. (ঘ) ২২. (ঘ) ২৩. (ঘ) ২৪. (গ) ২৫. (ঘ) ২৬. (খ) ২৭. (খ) ২৮. (ঘ) ২৯. (খ) ৩০. (ঘ) ৩১. (গ) ৩২. (খ) ৩৩. (গ)
×