ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কোষ বৃদ্ধিতে সহায়ক তন্তু আবিষ্কার

প্রকাশিত: ০৬:১৪, ৮ অক্টোবর ২০১৬

কোষ বৃদ্ধিতে সহায়ক তন্তু আবিষ্কার

যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী দীর্ঘ গবেষণায় অতিক্ষুদ্র তন্তু আবিষ্কার করেছেন। এ তন্তু দেহের ক্ষতিগ্রস্ত কোষ বৃদ্ধিতে সহায়তা করে। পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রেও এ তন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। আইওয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাস্তারান হাসেমি বলেছেন, এ তন্তু শরীরের ক্ষতিগ্রস্ত স্নায়বিক কোষ বৃদ্ধিতে সহায়ক। শুধু যুক্তরাষ্ট্র নয়, সারাবিশ্বে চিকিৎসা বিজ্ঞানে এ তন্তু ভূমিকা রাখতে পারে। আইওয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নয়া এ গবেষণাটি সম্প্রতি ‘বায়োম্যাক্রোমলিকিউলস’ জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণাটি সম্পন্ন করতে বিজ্ঞানীদের দুই বছর সময় লেগেছে। খরচ হয়েছে দুই লাখ ২০ হাজার ডলার। নাস্তারান হাসেমি বলেন, আমরা এমন এক তন্তু আবিষ্কার করতে চেয়ছিলাম যেটি অন্য তন্তুর চেয়ে আলাদা হবে। তার দাবি, নতুন এ তন্তুর সাহায্যে খুব সহজে শরীরে নতুন কোষ তৈরি করা যায়। এটি নমনীয় ও ব্যবহার উপযোগী। Ñম্যাটারিয়ালস সায়েন্স অবলম্বনে।
×