ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউপি সদস্যের মুক্তি দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৬

ইউপি সদস্যের মুক্তি দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৮ সেপ্টেম্বর ॥ ভালুকায় ইউপি মেম্বার রফিকুল ইসলামের মুক্তির দাবিতে বুধবার দুপুরে উপজেলার পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামে এডুকো স্কুলের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকার কয়েকশ নারী-পুরুষ। জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ইউপি মেম্বার রফিকুল ইসলামকে গাংগাটিয়া এডুকো স্কুলের নির্মাণ কাজের ঠিকাদারের কাছে ঘুষ দাবির অভিযোগে সোমবার দুপুরে গ্রেফতার করা হয়। এরই প্রতিবাদে ও মেম্বারের মুক্তির দাবিতে বুধবার দুপুরে ওই স্কুলের সামনে এলাকার কয়েকশ নারী-পুরুষ জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। রফিকুল ইসলামের স্ত্রী আছমা আক্তার জানান, ঠিকাদরের কাছ থেকে পাওনা টাকা উদ্ধারের জন্য তার স্বামী ইউপি মেম্বার রফিকুল ইসলাম ইউএনওর কাছে লিখিতভাবে জানান। এবং ওই ঠিকাদারি প্রতিষ্ঠান বরাবর পাওনা টাকা মিটিয়ে দেয়ার জন্য লিখিতভাবে অনুরোধ জানান। এর একদিন পরই তার স্বামীকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, আমার স্বামী ইউপি সদস্য রফিকুল ইসলামকে জেলহাজতে নেয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অপারেশন লাগবে এই বলে একটি নম্বর থেকে জেলা সুপার পরিচয়ে বিকাশে টাকা পাঠাতে বলা হয়। পরে বিকাশের মাধ্যমে ৫৬ হাজার টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর পর থেকে ওই নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে এবং খোঁজ নিয়ে জানা গেছে তিনি সুস্থ রয়েছেন এবং ময়মনসিংহ জেলহাজতেই আছেন।
×