ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে ফের যাত্রীর লাগেজ থেকে গুলি জব্দ

প্রকাশিত: ০৫:৪২, ২০ আগস্ট ২০১৬

শাহজালালে ফের  যাত্রীর লাগেজ  থেকে গুলি জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও উড়োজাহাজে ওঠার পূর্ব মুহূর্তে এক যাত্রীর হ্যান্ড লাগেজ থেকে পিস্তলের পাঁচটি গুলি জব্দ করা হয়েছে। গুলিসহ বিমানবন্দরে আসার অপরাধে ওই যাত্রীকে অবলোডের পর থানায় পাঠানো হয়। তার নাম একেএম আমিনুল ইসলাম। তিনি পেশায় ব্যবসায়ী। বাড়ি বগুড়া। জানা গেছে, শুক্রবার বেলা বারটায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হংকং যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছেন একেএম আমিনুল ইসলাম। প্রথম গেটে নিজের লাগেজ ও হ্যান্ড লাগেজ স্ক্যানিং করার পর চেকইন কাউন্টার, ইমিগ্রেশন পেরিয়ে লাউঞ্জে পৌঁছেন। সেখান থেকে বোর্ডিং গেটের চূড়ান্ত স্ক্যানিং মেশিনে তার হ্যান্ডলাগেজ দেয়ার পরই তাতে গুলি থাকার সঙ্কেত আসে। এ সময় তার হ্যান্ডলাগেজ খুলে ভেতরে পাওয়া যায় পিস্তলের তাজা পাঁচটি গুলি। তাৎক্ষণিক তাকে অফলোড ঘোষণা করে নিয়ে যাওয়া হয় প্রধান নিরাপত্তা কর্মকর্তার দফতরে। সেখানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন-লাইসেন্সধারী পিস্তল আছে তার। ওই পিস্তলের গুলিই এটা। ভুলক্রমে সেটা হ্যান্ড লাগেজে ছিল। সেটা আর চেক না করেই বিমানবন্দরে চলে আসায় ধরা পড়েছেন। শাহজালালের নিরাপত্তা বিভাগ থেকে আমিনুল ইসলামকে পাঠানো হয় এয়ারপোর্ট থানায়। এ বিষয়ে ওসি ফরমান আলী বলেন- তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি দাবি করছেন-পাঁচটি গুলি ভুলে হ্যান্ড লাগেজে রাখা ছিল। তবে তার অস্ত্রের লাইসেন্স রয়েছে। এখন খতিয়ে দেখা হচ্ছে সত্যি সত্যিই তিনি ভুল করেছেন নাকি অন্য কোন মোটিভ ছিল তার। সেটা পরিষ্কার হবার পর সিদ্বান্ত নেয়া হবে মামলা করা হবে নাকি ছেড়ে দেয়া হবে। এ সম্পর্কে শাহজালালের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশেদা সুলতানা জনকণ্ঠকে বলেন- যাত্রীদের ভাল করে দক্ষতার সঙ্গে তল্লাশি করার ফলেই আমিনুল ইসলামের কাছ থেকে গুলি উদ্বার করা সম্ভব হয়েছে।
×